বিজনেস আওয়ার প্রতিবেদক : আগের কার্যদিবস পতন হলেও সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ অক্টোবর) সামান্য উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান সূচক বেড়েছে। সূচক সামান্য বাড়লেও টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে। আর আজ যে পরিমাণ কোম্পানির দর বেড়েছে তার চেয়ে বেশি সংখ্যক কোম্পানির দর কমেছে।
আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৭৭.৮৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৫৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ০.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৬১.৪৭ পয়েন্টে এবং দুই হাজার ১৩৬.২৩ পয়েন্টে।
ডিএসইতে ৩০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৭টির বা ২২.২৬ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৭৭টির বা ২৫.৫৮ শতাংশের এবং ১৫৭টির বা ৫২.১৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ ৪৩৮ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১০০ কোটি ৮৫ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫৩৯ কোটি ৫৮ লাখ টাকা।
এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯১.৭৫ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ১১৩.৮৩ পয়েন্টে। তবে এক হাজার ৩০৭.৭৯ পয়েন্টে এবং একহাজার ১৬৯.১৪ পয়েন্ট কমেছে। তবে সিএসই-৩০ সূচক ৩.৬৪ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.২২ পয়েন্ট এবং সিএসআই ০.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৩৫২.৬৮ পয়েন্টে, একহাজার ৩০৭.৫৭ পয়েন্টে এবং একহাজার ১৬৮.৫৭ পয়েন্টে।
আজ সিএসইতে ১৪৪টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ৬৫টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ১১ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/পিএস