স্পোর্টস ডেস্ক: মাত্র ৮ বলেই তিন উইকেট হারিয়েছে টাইগাররা। থিতু হতে হতেই ফিরেছেন তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত প্রথম বলটাও খেলতে পারলেন না ঠিকঠাক; সাকিব আল হাসানও খোঁচা দিয়ে কিপারকে ক্যাচ দিয়েছেন!
আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৩৮৩ রানের বড় লক্ষ্য দিয়েছিল। সেই রান তাড়ায় দেখে-শুনে শুরু করেছিলেন দুই বাংলাদেশি ওপেনার লিটন ও তানজিদ তামিম। কেউই আক্রমণাত্মক কোনো শট খেলেননি। প্রথম ৫ ওভারে ব্যাকরণ মেনেই খেলার চেষ্টা করেছেন। তাতে রানের গতি খুব একটা বাড়েনি। ফলে প্রয়োজনীয় রানরেট কেবলই বেড়েছে।
ইনজুরির কারণে আগের ম্যাচ খেলতে পারেননি টাইগারদের নিয়মতি অধিনায়ক সাকিব। এদিন চারে নেমে ব্যর্থ হলেন তিনিও। আগের ওভারেই জোড়া উইকেট হারানোর পর এবার অধিনায়ককেও হারালো বাংলাদেশ। লিজার্ড উইলিয়ামসের লেন্থ বলে ড্রাইভ করতে গিয়ে এই ব্যাটারও ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। ফলে ৩১ রান তুলতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকছে টাইগাররা।
বিজনেস আওয়ার/এএইচএ