ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

২৯ অক্টোবর ঢাবির সকল ক্লাস-পরীক্ষা স্থগিত

  • পোস্ট হয়েছে : ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • 65

বিজনেস আওয়ার প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন আগামী ২৯ অক্টোবর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এ জন্য সেদিন বিশ্ববিদ্যালয়ে চলমান সকল একাডেমিক ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-৩) সৈয়দা মাসুদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ সমাবর্তন-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আগামী ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত থাকবে।

সমাবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। সমাবর্তনে বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের অসুস্থতাজনিত কারণে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রপতির অনুমতিক্রমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। বঙ্গবন্ধুর পক্ষে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণ করবেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

আজ দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমাবর্তন শান্তিপূর্ণভাবে আয়োজনে ক্যাম্পাসের স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সকল রাজনৈতিক দল, ক্রীয়াশীল ছাত্র সংগঠন ও ভিন্নমতের সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

২৯ অক্টোবর ঢাবির সকল ক্লাস-পরীক্ষা স্থগিত

পোস্ট হয়েছে : ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন আগামী ২৯ অক্টোবর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এ জন্য সেদিন বিশ্ববিদ্যালয়ে চলমান সকল একাডেমিক ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-৩) সৈয়দা মাসুদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ সমাবর্তন-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আগামী ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত থাকবে।

সমাবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। সমাবর্তনে বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের অসুস্থতাজনিত কারণে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রপতির অনুমতিক্রমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। বঙ্গবন্ধুর পক্ষে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণ করবেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

আজ দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমাবর্তন শান্তিপূর্ণভাবে আয়োজনে ক্যাম্পাসের স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সকল রাজনৈতিক দল, ক্রীয়াশীল ছাত্র সংগঠন ও ভিন্নমতের সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: