আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ গাজার খান ইউনুস শহরে ইসরাইল হামলায় ১৫ জন নিহত হয়েছেন। খান ইউনুসের বেশ কয়েকটি বাড়িতে ভোরের আগে হামলায় একজন সাংবাদিক এবং তার মা নিহত হয়েছেন।
শুক্রবার ইসরাইলের হামলায় গাজাজুড়ে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে অন্তত ৪০ জন। খবর আলজাজিরার।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, শুক্রবার ভোরের আগে দক্ষিণ গাজায় ইসরাইলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় নিহত ১০ জনের মধ্যে সাংবাদিক ইয়াসির আবু নামাস এবং তার মা ছিলেন। খান ইউনুসের পশ্চিমে অবস্থিত তাদের বাড়িতে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে নামাস এবং তার মা নিহত হন। তার মৃত্যুতে ৭ অক্টোবর থেকে গাজায় নিহত গণমাধ্যমকর্মীদের সংখ্যা ২৩ জনে পৌঁছেছে।
খান ইউনুসের পূর্বে মাআন এলাকায় আবু শাহমা পরিবার কমপ্লেক্সে ইসরাইল পৃথক হামলা চালালে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।
বিজনেস আওয়ার/পিএস