ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নয়াপল্টন এলাকায় ইন্টারনেট সেবার ধীরগতি

  • পোস্ট হয়েছে : ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • 60

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার সমাবেশ করছে বিএনপি। একইদিন দুই কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ক্ষমতাসীন আওয়ামী লীগেরও সমাবেশ।

গতকাল রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দুই দলকে তাদের প্রস্তাবিত দুই জায়গায় সমাবেশের এই অনুমতি দেয়।

তবে সমাবেশে যোগ দিতে আসা বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, তারা মোবাইল এবং ইন্টারনেট (টুজি ও থ্রিজি) কানেকশন পাচ্ছেন না। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রচার কিংবা শেয়ার করতে পারছেন না। এমনকি আত্মীয় স্বজন কিংবা সহকর্মীদের সঙ্গেও যোগাযোগ করতে পারছেন না।

ইন্টারনেট সংযোগ না থাকার কারণে সংবাদ প্রচারে বিঘ্ন ঘটছে বলে একাধিক গণমাধ্যম কর্মীরা অভিযোগ জানিয়েছেন।

সূত্র জানিয়েছে, আজ দুপুর ১২টা থেকে এই এলাকায় থ্রিজি-ফোরজি সেবা বন্ধের ‘নির্দেশ’ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এ বিষয়ে বিটিআরসি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে এর আগে বিটিআরসি কর্মকর্তারা জানিয়েছিলেন, কোনো স্থানে বেশি মানুষ জড়ো হলে মোবাইল ভয়েস ও ডেটা পরিষেবার গতি ধীর হয়ে যায়।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নয়াপল্টন এলাকায় ইন্টারনেট সেবার ধীরগতি

পোস্ট হয়েছে : ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার সমাবেশ করছে বিএনপি। একইদিন দুই কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ক্ষমতাসীন আওয়ামী লীগেরও সমাবেশ।

গতকাল রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দুই দলকে তাদের প্রস্তাবিত দুই জায়গায় সমাবেশের এই অনুমতি দেয়।

তবে সমাবেশে যোগ দিতে আসা বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, তারা মোবাইল এবং ইন্টারনেট (টুজি ও থ্রিজি) কানেকশন পাচ্ছেন না। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রচার কিংবা শেয়ার করতে পারছেন না। এমনকি আত্মীয় স্বজন কিংবা সহকর্মীদের সঙ্গেও যোগাযোগ করতে পারছেন না।

ইন্টারনেট সংযোগ না থাকার কারণে সংবাদ প্রচারে বিঘ্ন ঘটছে বলে একাধিক গণমাধ্যম কর্মীরা অভিযোগ জানিয়েছেন।

সূত্র জানিয়েছে, আজ দুপুর ১২টা থেকে এই এলাকায় থ্রিজি-ফোরজি সেবা বন্ধের ‘নির্দেশ’ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এ বিষয়ে বিটিআরসি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে এর আগে বিটিআরসি কর্মকর্তারা জানিয়েছিলেন, কোনো স্থানে বেশি মানুষ জড়ো হলে মোবাইল ভয়েস ও ডেটা পরিষেবার গতি ধীর হয়ে যায়।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: