আন্তর্জাতিক ডেস্ক : মিশরে সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া অর্ধশত লোক আহত হয়েছেন।
শনিবার (২৮ অক্টোবর) সকালে কায়রো-আলেকজা মহাসড়কের ওয়াদি আল-নাতরুন এলাকায় কুয়াশার মধ্যে একটি যাত্রীবাহী বাস পার্ক করা একটি গাড়িকে ধাক্কা দিলেএই দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা গেছে, সড়কে একটি লরি উল্টে পড়ে আছে। এ ছাড়া একটি বড় বাস ও একটি মিনিবাস আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে।
ভাঙাচোরা রাস্তা ও সিগন্যালের কারণে মিশরে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, মিশরে শুধু ২০২১ সালেই সড়ক দুর্ঘটনায় সাত হাজার মানুষের প্রাণহানি হয়েছে।
বিজনেস আওয়ার/পিএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: