বিজনেস আওয়ার প্রতিবেদক : আগের কার্যদিবস পতন হলেও সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩০ অক্টোবর) সামান্য উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। আজ যে পরিমাণ কোম্পানির দর বেড়েছে তার চেয়ে বেশি সংখ্যক কোম্পানির দর কমেছে।
আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৭৬.৭২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে একহাজার ৩৬৩.২৮ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ০.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৩৪.৭৯ পয়েন্টে।
ডিএসইতে ৩১৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির বা ২০.৩৮ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৭৬টির বা ২৪.২০ শতাংশের এবং ১৭৪টির বা ৫৫.৪২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ ৪৪৩ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩০ কোটি ১৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪১৩ কোটি ৪৩ লাখ টাকা।
এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১২.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯৯.৮৬ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৮.৩৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২৬.৮৮ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ১.৮৫ পয়েন্ট এবং সিএসআই ১.৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১১৮.৩৯ পয়েন্টে, ১৩ হাজার ৩৮৫.৬১ পয়েন্টে, একহাজার ৩০৯.২৮ পয়েন্টে এবং একহাজার ১৭১.১৮ পয়েন্টে।
আজ সিএসইতে ১২৭টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ৯ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/পিএস