বিজনেস আওয়ার প্রতিবেদক : ২০০ জন প্রবাসী বাংলাদেশি যাত্রী আজ (০২ অক্টোবর) সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টিকিট পাচ্ছেন। তবে যারা সৌদি এয়ারলাইন্সের রিটার্ন টিকিট করে দেশে এসে করোনা ভাইরাসে আটকা পড়েছিলেন, শুধু তারাই পাবেন এই টিকিট।
এ জন্য নতুন কোনো ফি দিতে হচ্ছে না প্রবাসীদের।
জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে সৌদি এয়ারলাইন্সের টিকিট ইস্যু শুরু হয়। সি-১ থেকে ২০০ পর্যন্ত টোকেনধারী সৌদি আরব ফিরে যাওয়ার টিকিট পাবেন। টোকেনধারীরা নির্ধারিত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
প্রবাসীরা জানিয়েছেন, টিকিট পেতে কোনো ভোগান্তি পেতে হচ্ছে না। নির্ধারিত নিয়ম মেনে লাইনে দাঁড়িয়ে টিকিট ‘রি-ইস্যু’ করতে পারছেন তারা।
কয়েকদিন আগে সৌদি আরবের ফ্লাইট ও টিকিট নিয়ে চরম দুর্ভোগ ও অনিশ্চয়তা ছিল। সে সংকট অনেকের জন্য সমাধান হলেও ফ্লাইট ও টিকিট সীমিত হওয়ায় প্রতিদিন শত শত সৌদি প্রবাসী এখনও সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ কার্যালয়ে ভিড় করেন।
বিজনেস আওয়ার/০২ অক্টোবর, ২০২০/কমা