স্পোর্টস ডেস্ক: চুমু কাণ্ডে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেসকে তিন বছরের জন্য নিষিদ্ধ করল ফিফা। আজ সোমবার সন্ধ্যায় এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
জানা যায়, গত আগস্টে মেয়েদের বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে বিশ্ব জয়ী স্পেনের মিডফিল্ডার জেনিফার হেরমোসাকে চুমু দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন দেশটির ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস। তার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে স্পেন। ফিফাও তাকে প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করে। মাঝপথে পদত্যাগ করেন তিনি। এবার ফিফা তাকে তিন বছরের জন্য নিষিদ্ধ করলো।
জাতীয় ও আন্তর্জাতিক সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে রুবিয়ালেসকে দীর্ঘ সময়ের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। তাকে ডিসিপ্লিনারি কোডের ১৩ নম্বর অনুচ্ছেদ লংঘনের শাস্তি দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
এক বিবৃতিতে ফিফা জানায়, তাদের ডিসিপ্লিনারি কমিটি ‘স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেসকে তিন বছরের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সব ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে। তার বিরুদ্ধে ফিফা আচরণবিধির ১৩ নম্বর অনুচ্ছেদ লংঘনের প্রমাণ পেয়েছে।’
বিজনেস আওয়ার/এএইচএ