আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলের হামলার পর প্রথমবারের মতো আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য মিশরে নিয়ে যেতে রাফাহ ক্রসিং খুলে দেয়া হয়েছে। বার্তা সংস্থা আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
রাফাহ ক্রসিং খুলে দেয়ার সাথে সাথে অসংখ্য মানুষ এবং গাড়ি চলাচল করছে। গাজা থেকে রাফাহ ক্রসিং দিয়ে কিছু অ্যাম্বুলেন্সও প্রবেশ করতে দেখা গেছে।
জানা গেছে, বেশ কয়েকজন আহত ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য মিশরে নিয়ে যাওয়া হবে বলে আশা করা হচ্ছে এবং কিছু বিদেশী নাগরিককেও গাজা ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
মিশর রাফাহ ক্রসিং খুলে দিয়েছে ৮১ জন গুরুতর আহত ফিলিস্তিনি এবং শত শত বিদেশী বা দ্বৈত নাগরিকত্বের ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার জন্য।
ক্রসিং খোলার কয়েক মিনিট আগে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব জেমস ক্লিভারলি বলেছিলেন, তিনি “বিদেশী নাগরিকদের একটি প্রথম দল” গাজা ত্যাগ করবেন বলে আশা করেছিলেন।
“ইউকে দলগুলো ব্রিটিশ নাগরিকদের চলে যেতে সক্ষম হওয়ার সাথে সাথে সহায়তা করতে প্রস্তুত। এটি অত্যাবশ্যক জীবনরক্ষাকারী মানবিক সহায়তা যত তাড়াতাড়ি সম্ভব গাজায় প্রবেশ করতে পারে, “তিনি এক্স এ লিখেছেন।
এদিকে গাজা বর্ডারস অ্যান্ড ক্রসিং অথরিটি ৫০০ জনের বেশি বিদেশী এবং দ্বৈত নাগরিকের একটি তালিকা প্রকাশ করেছে। তাদের বুধবার সকাল ৭ টায় রাফাহ ক্রসিংয়ের দিকে যেতে আহ্বান জানিয়েছে।
বিজনেস আওয়ার/পিএস