বিজনেস আওয়ার প্রতিবেদক : আগের কার্যদিবসের মতো সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও (০২ নভেম্বর) পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচক কমলেও টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। আজ যতগুলো কোম্পানির শেয়ার দর বেড়েছে তার চেয়ে বেশি সংখ্যক কোম্পানির দর কমেছে।
আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬৭.৯০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.২৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ০.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৫৯.১৮ পয়েন্টে এবং দুই হাজার ১৩৩.৭৩ পয়েন্টে।
ডিএসইতে ৩১৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৬টির বা ১৭.৮৯ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৮৪টির বা ২৬.৮৪ শতাংশের এবং ১৭৩টির বা ৫৫.২৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ ৪৪৩ কোটি ০৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭০ কোটি ৭৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৭২ কোটি ২৭ লাখ টাকা।
এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২৩.৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৩.০৩ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১০.৫৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৭.৪৪ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.২৭ পয়েন্ট এবং সিএসআই ০.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১০৮.৯৫ পয়েন্টে, ১৩ হাজার ৩৮২.৭৯ পয়েন্টে, একহাজার ৩০৯.৬৬ পয়েন্টে এবং একহাজার ১৭০.৫৩ পয়েন্টে।
আজ সিএসইতে ১৫০টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ৬৯টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ১১ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/পিএস