ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ পিছিয়ে ৯ নভেম্বর

  • পোস্ট হয়েছে : ০১:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • 82

বিজনেস আওয়ার প্রতিবেদক: দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বঘোষিত আগামী ৫ নভেম্বরের পরিবর্তে ৯ নভেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসি সূত্রে জানা যায়, আগামী ৯ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। সাক্ষাতের পর কিছু দিনের মধ্যেই ঘোষণা করা হবে সংসদ নির্বাচনের তফসিল।

ইসি কর্মকর্তারা বলছেন, প্রতি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরনের সাক্ষাতের আয়োজন করা হয়। এবারও তাই করা হচ্ছে।

১ নভেম্বর থেকে শুরু হয়েছে সংসদ নির্বাচনের ক্ষণগণনা। এ ক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

ইসি সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার লক্ষ্য নিয়ে সব কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এতে ভোটগ্রহণ জানুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। সেখানে দেখা যায়, দেশে বর্তমান মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ পিছিয়ে ৯ নভেম্বর

পোস্ট হয়েছে : ০১:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বঘোষিত আগামী ৫ নভেম্বরের পরিবর্তে ৯ নভেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসি সূত্রে জানা যায়, আগামী ৯ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। সাক্ষাতের পর কিছু দিনের মধ্যেই ঘোষণা করা হবে সংসদ নির্বাচনের তফসিল।

ইসি কর্মকর্তারা বলছেন, প্রতি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরনের সাক্ষাতের আয়োজন করা হয়। এবারও তাই করা হচ্ছে।

১ নভেম্বর থেকে শুরু হয়েছে সংসদ নির্বাচনের ক্ষণগণনা। এ ক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

ইসি সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার লক্ষ্য নিয়ে সব কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এতে ভোটগ্রহণ জানুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। সেখানে দেখা যায়, দেশে বর্তমান মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: