স্পোর্টস ডেস্ক: কত পরিকল্পনা, কত কাটাছেঁড়া কোচের। অথচ, ফলাফল জিরো। যে দলটি বছর খানেক আগেও ওয়ানডেতে দারুণ ছন্দে ছিল সেই দলটিই প্রিয় ফরমেটের বিশ্বকাপে তলানির সবচেয়ে নিচের দলটি হয়েই দেশে ফেরে কি না সন্দেহ!
এমনকি ওয়ানডে সুপার লিগেও তৃতীয় স্থানে থেকে শেষ করেছিল বাংলাদেশ। কিন্তু চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে ফেরার পর সব যেন উলট-পালট হয়ে গেছে! সেমির স্বপ্ন নিয়ে ভারতে যাওয়া সাকিবদের এখন সেরা আটে থাকাই বড় চ্যালেঞ্জ! দলের এমন বাজে পারফরম্যান্সের দায় নিজের কাঁধে নিলেন হাথুরুসিংহে।
শ্রীলঙ্কা ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ কোচ বলেন, ‘আমি এই দলের বাকিদের মতোই দায় নিচ্ছি। আমরা সমর্থক ও নিজেদেরকে হতাশ করেছি। সেরা ক্রিকেটটা খেলতে পারিনি কিন্তু প্রথম ম্যাচ থেকে এখন এসে কিছুই বদলে যায়নি। কেবল আমরা যা শুনছি, সেটা বদলেছে। স্কিল কোথাও চলে যায়নি।’
‘আমার মনে হয় আমরা নিজেদেরকে বাড়তি প্রত্যাশা দিয়ে দমিয়ে রেখেছি। এই একটা ব্যাপার নিয়েই আমরা ভাবতে পারি, কারণ আপনি ঠিকই বলেছেন, সামর্থ্য অনুযায়ী অথবা বিশ্বকাপে আসার আগে খেলা সেরা ক্রিকেটটা খেলতে পারিনি। সেদিক থেকে আমাদের আয়নায় তাকাতে হবে আর দেখতে হবে কী ভুল হলো।’-আরও যোগ করেন তিনি।
বিজনেস আওয়ার/এএইচএ