বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৬টির বা ২০.৯৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ফার কেমিক্যালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস ফার কেমিক্যালের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫.৪০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৭.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৫০ টাকা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফার কেমিক্যাল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- অলিম্পিক এক্সেসরিজরে ৯.৬১ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৯.৫৮ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৯.৩৭ শতাংশ, খান ব্রাদার্সের ৯.২৭ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৮.৭৩ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.৭১ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৭.৬৫ শতাংশ, হাক্কানি পাল্পের ৭.৬৫ শতাংশ এবং এমবি ফার্মার শেয়ার দর ৭.৪৯ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/পিএস