বিজনেস আওয়ার প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্য থেকে প্রধান শিক্ষক পদে আরও ১৮৭ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর, শিবালয়, সিঙ্গাইর ও হরিরামপুর উপজেলা থেকে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।
সারাদেশে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির অংশ হিসেবে এ পদোন্নতি দেওয়া হয়েছে। নভেম্বর মাসেই মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও কুড়িগ্রাম এই তিন জেলা থেকে ৩২৪ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
বুধবার (১ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রণালয়ের উপসচিব কবির উদ্দিনের সই করা আদেশে বলা হয়, মানিকগঞ্জ জেলা সদর, শিবালয়, সিঙ্গাইর ও হরিরামপুর উপজেলা এই ১৮৭জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হলো। পদোন্নতি পাওয়া প্রধান শিক্ষকদের আগামী ৭ নভেম্বরের মধ্যে মানিকগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে। এ তারিখের মধ্যে কেউ যোগাযোগে ব্যর্থ হলে তিনি পদোন্নতি যোগ্য নন বলে বিবেচিত হবেন। একই সঙ্গে পদোন্নতির আদেশ বাতিল হবে।
এতে আরও বলা হয়, যোগদানের দুই কার্যদিবসের মধ্যে এ শিক্ষকদের পদায়ন করা হবে। চলতি দায়িত্ব বা ভারপ্রাপ্ত হিসেবে পদোন্নতি পাওয়া শিক্ষকদেরকে কর্মরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদেই পদায়ন করতে হবে।
বিজনেস আওয়ার/এএইচএ