বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে ঢাকা আসছেন।। প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি।
রবিবার (১২ নভেম্বর) তাদের ঢাকা থাকার কথা রয়েছে।
পররাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতিনিধিদলটি আগামী ১৫ নভেম্বর পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব এবং শ্রম সচিবের সঙ্গে বৈঠক করবে।
এ ছাড়া সফরকালে তারা আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এসময় তারা শ্রম খাতের উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি দেখবে।
২০২১ সালে বাংলাদেশের শ্রম খাতের উন্নয়নে কর্মপরিকল্পনা (এনআইপি) গ্রহণ করে সরকার। ইইউ প্রতিনিধিদল এনআইপি বাস্তবায়নে অগ্রগতি আলোচনা করতেই ঢাকায় আসছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
বিজনেস আওয়ার/পিএস