ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যে সিনেমা শাহরুখ খান, কাজল ও শিল্পাকে তারকা বানিয়েছে

  • পোস্ট হয়েছে : ০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • 58

বিনোদন ডেস্ক: আজ থেকে ৩০ বছর আগে এই দীপাবলির সময়ই মুক্তি পেয়েছিল সিনেমাটি। মুক্তির পর হয়েছিল সেই বছরের অন্যতম ব্লকবাস্টার সিনেমা। এ সিনেমা দিয়েই শাহরুখ খান, কাজল ও শিল্পা শেঠির ক্যারিয়ার শক্ত ভিত পায়।

হিন্দি সিনেমার খোঁজখবর রাখা দর্শকেরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আব্বাস-মাস্তান পরিচালিত ‘বাজিগর’ সিনেমার কথা।

নব্বই দশকের অন্যতম জনপ্রিয় সিনেমাটি মুক্তির ৩০তম বার্ষিকী আজ। ১৯৯৩ সালের ১২ নভেম্বর মুক্তি পায় রোমান্টিক থ্রিলার সিনেমাটি।

‘বাজিগর’ মুক্তির আগে পরিচালক জুটি আব্বাস-মাস্তানের সময়টা ভালো যাচ্ছিল না, তবে এই সিনেমা আগের ফ্লপের ধাক্কা পুষিয়ে দেয়। সিনেমাটি তৈরি হয় হলিউড সিনেমা ‘আ কিস বিফোর ডায়িং’-এর প্রেরণায়।

সিনেমাটিতে অজয় শর্মা ওরফে ভিকি মালহোত্রার চরিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রস্তাব দেওয়া হয় অক্ষয় কুমারকে। তবে নেতিবাচক চরিত্র বলে তিনি ফিরিয়ে দেন। পরে অজয় দেবগন, সালমান খান, আরবাজ খানসহ অনেককেই প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সবাই একই কারণে না করে দেন।

নায়িকা চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন শ্রীদেবী। তাদের ভাবনা ছিল শ্রীদেবীকে দিয়ে দ্বৈত চরিত্রে অভিনয় করাবেন। কিন্তু পরে মত বদলে নেওয়া হয় দুই নায়িকা কাজল ও শিল্পা শেঠিকে। শাহরুখ খান, কাজল ও শিল্পা—তিনজনই সেই সময়ে ছিলেন নতুন। তুলনামূলক কম পরিচিত মুখ নিয়ে সিনেমা তৈরিতে একটা ঝুঁকি ছিল। মুক্তির পর ‘বাজিগর’ ব্লকবাস্টার হিট হয়। ৪ কোটি রুপি বাজেটের সিনেমাটি ব্যবসা করে ৩২ কোটি রুপির বেশি। এরপর আর শাহরুখ, কাজল বা শিল্পাকে পেছন ফিরে তাকাতে হয়নি।

‘বাজিগর’ দিয়েই প্রথমবারের মতো সেরা অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান শাহরুখ। দ্বৈত চরিত্রে তার অভিনয়ের প্রশংসা করেন সমালোচকেরা।

সিনেমার মতো ‘বাজিগর’-এর গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে ‘বাজিগর ও বাজিগর’, ‘ইয়ে কালি কালি আখি’ সেই সময় ব্যাপক জনপ্রিয়তা পায়। সিনেমার সংগীত পরিচালকও ফিল্মফেয়ারে পুরস্কার জেতেন।

‘বাজিগর’-এর ব্যাপক জনপ্রিয়তায় উদ্বুদ্ধ হয়ে দক্ষিণি নির্মাতারা সিনেমাটির রিমেক বানাতে আগ্রহী হয়ে ওঠেন। এখন পর্যন্ত ‘বাজিগর’-এর তেলেগু, তামিল ও কন্নড় রিমেক তৈরি হয়েছে।

‘বাজিগর’-এর তিন দশক পূর্তি উপলক্ষে ইনস্টাগ্রামে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন কাজল। তিনি লিখেছেন, ‘এই সিনেমার সঙ্গে আমার অনেক “প্রথম” জড়িয়ে আছে। প্রথমবার সরোজির (প্রয়াত কোরিওগ্রাফার সরোজ খান), প্রথমবার অনু মালিকের সঙ্গে দেখা হয়, শাহরুখের সঙ্গে প্রথমবার যখন দেখা হয়, তখন আমার বয়স মাত্র ১৭…আব্বাস ও মাস্তান ভাই আমাকে শিশুর মতোই আগলে রেখেছিলেন।’

পছন্দের সিনেমার ৩০তম বার্ষিকীকে হিন্দি সিনেমার ভক্তরাও ‘বাজিগর’কে নিয়ে তাদের স্মৃতিকথা লিখেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

যে সিনেমা শাহরুখ খান, কাজল ও শিল্পাকে তারকা বানিয়েছে

পোস্ট হয়েছে : ০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক: আজ থেকে ৩০ বছর আগে এই দীপাবলির সময়ই মুক্তি পেয়েছিল সিনেমাটি। মুক্তির পর হয়েছিল সেই বছরের অন্যতম ব্লকবাস্টার সিনেমা। এ সিনেমা দিয়েই শাহরুখ খান, কাজল ও শিল্পা শেঠির ক্যারিয়ার শক্ত ভিত পায়।

হিন্দি সিনেমার খোঁজখবর রাখা দর্শকেরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আব্বাস-মাস্তান পরিচালিত ‘বাজিগর’ সিনেমার কথা।

নব্বই দশকের অন্যতম জনপ্রিয় সিনেমাটি মুক্তির ৩০তম বার্ষিকী আজ। ১৯৯৩ সালের ১২ নভেম্বর মুক্তি পায় রোমান্টিক থ্রিলার সিনেমাটি।

‘বাজিগর’ মুক্তির আগে পরিচালক জুটি আব্বাস-মাস্তানের সময়টা ভালো যাচ্ছিল না, তবে এই সিনেমা আগের ফ্লপের ধাক্কা পুষিয়ে দেয়। সিনেমাটি তৈরি হয় হলিউড সিনেমা ‘আ কিস বিফোর ডায়িং’-এর প্রেরণায়।

সিনেমাটিতে অজয় শর্মা ওরফে ভিকি মালহোত্রার চরিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রস্তাব দেওয়া হয় অক্ষয় কুমারকে। তবে নেতিবাচক চরিত্র বলে তিনি ফিরিয়ে দেন। পরে অজয় দেবগন, সালমান খান, আরবাজ খানসহ অনেককেই প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সবাই একই কারণে না করে দেন।

নায়িকা চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন শ্রীদেবী। তাদের ভাবনা ছিল শ্রীদেবীকে দিয়ে দ্বৈত চরিত্রে অভিনয় করাবেন। কিন্তু পরে মত বদলে নেওয়া হয় দুই নায়িকা কাজল ও শিল্পা শেঠিকে। শাহরুখ খান, কাজল ও শিল্পা—তিনজনই সেই সময়ে ছিলেন নতুন। তুলনামূলক কম পরিচিত মুখ নিয়ে সিনেমা তৈরিতে একটা ঝুঁকি ছিল। মুক্তির পর ‘বাজিগর’ ব্লকবাস্টার হিট হয়। ৪ কোটি রুপি বাজেটের সিনেমাটি ব্যবসা করে ৩২ কোটি রুপির বেশি। এরপর আর শাহরুখ, কাজল বা শিল্পাকে পেছন ফিরে তাকাতে হয়নি।

‘বাজিগর’ দিয়েই প্রথমবারের মতো সেরা অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান শাহরুখ। দ্বৈত চরিত্রে তার অভিনয়ের প্রশংসা করেন সমালোচকেরা।

সিনেমার মতো ‘বাজিগর’-এর গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে ‘বাজিগর ও বাজিগর’, ‘ইয়ে কালি কালি আখি’ সেই সময় ব্যাপক জনপ্রিয়তা পায়। সিনেমার সংগীত পরিচালকও ফিল্মফেয়ারে পুরস্কার জেতেন।

‘বাজিগর’-এর ব্যাপক জনপ্রিয়তায় উদ্বুদ্ধ হয়ে দক্ষিণি নির্মাতারা সিনেমাটির রিমেক বানাতে আগ্রহী হয়ে ওঠেন। এখন পর্যন্ত ‘বাজিগর’-এর তেলেগু, তামিল ও কন্নড় রিমেক তৈরি হয়েছে।

‘বাজিগর’-এর তিন দশক পূর্তি উপলক্ষে ইনস্টাগ্রামে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন কাজল। তিনি লিখেছেন, ‘এই সিনেমার সঙ্গে আমার অনেক “প্রথম” জড়িয়ে আছে। প্রথমবার সরোজির (প্রয়াত কোরিওগ্রাফার সরোজ খান), প্রথমবার অনু মালিকের সঙ্গে দেখা হয়, শাহরুখের সঙ্গে প্রথমবার যখন দেখা হয়, তখন আমার বয়স মাত্র ১৭…আব্বাস ও মাস্তান ভাই আমাকে শিশুর মতোই আগলে রেখেছিলেন।’

পছন্দের সিনেমার ৩০তম বার্ষিকীকে হিন্দি সিনেমার ভক্তরাও ‘বাজিগর’কে নিয়ে তাদের স্মৃতিকথা লিখেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: