স্পোর্টস ডেস্ক: ফাইনালের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করছে স্বাগতিক ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটির শুরুতেই দেখা গেল ভিন্ন এক দৃশ্য।
ইনিংসের ১৪তম ওভারের ঘটনা। কঠোর নিরাপত্তার ফাঁকগলে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। মুখে ফিলিস্তিনি পতাকার আদলে মাস্ক, গায়ের টি-শার্ট যতদূর দেখা যাচ্ছে তাতে লেখা, ‘আগ্রাসন থামাও। ফিলিস্তিন মুক্ত করো।’
মাঠে ঢুকেই ক্রিজে কোহলির কাছাকাছি চলে যান ওই আগন্তুক। পরে ভারতীয় তারকাকে জড়িয়ে ধরার চেষ্টা করতে দেখা যায়। পরক্ষণেই মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাকে দ্রুত মাঠ থেকে সরিয়ে নেন।
এ ঘটনায় কয়েক সেকেন্ডের মতো বন্ধ ছিল খেলা। তবে বিশ্বকাপের ফাইনাল ঘিরে আহমেদাবাদ স্টেডিয়ামের কড়া নিরাপত্তা বেষ্টনি টপকে কিভাবে মাঠে প্রবেশ করেন ওই দর্শক-তা নিয়ে প্রশ্ন উঠছে।
ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, কোহলির সঙ্গে দেখা করতে মাঠে অনুপ্রবেশ ওই সমর্থকের। তবে ফিলিস্তিনপন্থী টিশার্ট ও মুখে মাস্ক দেখে এটা নিশ্চিত যে, বিশ্বকে ফিলিস্তিনের পক্ষে একটা বার্তা দিতে চেয়েছেন।
উল্লেখ্য, ইসরাইলি আগ্রাসনে মৃত্যুকূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। প্রতিদিন শতশত মানুষ প্রাণ হারাচ্ছেন। লাশের গন্ধে ভারি হয়ে উঠছে বাতাস। বাদ যাচ্ছে না শিশুরাও। এমনকী হামলায় আহতরাও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এর আগে ভারত বিশ্বকাপ চলাকালে মাঠে ফিলিস্তিনি পতাকা বহন করার দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছিল বেশ কয়েকজনকে।
এদিকে, শিরোপা নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে খুব একটা স্বস্তিতে নেই ভারত। তৃতীয় শিরোপার লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে টিম ইন্ডিয়া।
বিজনেস আওয়ার/এএইচএ