ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফেনিতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

  • পোস্ট হয়েছে : ০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • 49

বিজনেস আওয়ার প্রতিবেদক : ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা সুগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রিইবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মহিপাল ফ্লাইওভারের উত্তরাংশে দাঁড়িয়ে থাকা নোয়াখালী রুটে চলাচলরত সুগন্ধা পরিবহনের একটি বাসে হঠাৎ কে বা কারা আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাসের চালক দাউদ বলেন, হরতালের কারণে সারাদিন বাস চালানো হয়নি। এখানে তালাবদ্ধ গাড়ি রেখে গেছি। এসে দেখি আগুনে সব শেষ হয়ে গেছে।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছি। আগুনে বাসের ইঞ্জিন ছাড়া পুরো অংশ পুড়ে গেছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিভিয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস আওয়ার/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফেনিতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

পোস্ট হয়েছে : ০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা সুগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রিইবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মহিপাল ফ্লাইওভারের উত্তরাংশে দাঁড়িয়ে থাকা নোয়াখালী রুটে চলাচলরত সুগন্ধা পরিবহনের একটি বাসে হঠাৎ কে বা কারা আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাসের চালক দাউদ বলেন, হরতালের কারণে সারাদিন বাস চালানো হয়নি। এখানে তালাবদ্ধ গাড়ি রেখে গেছি। এসে দেখি আগুনে সব শেষ হয়ে গেছে।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছি। আগুনে বাসের ইঞ্জিন ছাড়া পুরো অংশ পুড়ে গেছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিভিয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস আওয়ার/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: