আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে শুক্রবারের আগে গাজা বন্দিদের মুক্তি দেওয়া হবে না। বার্তা সংস্থা আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
গাজায় অন্তত চার দিন যুদ্ধবিরতির লক্ষ্যে গতকাল বুধবার ভোরে ইসরায়েল ও হামাস একটি চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়। চুক্তির শর্ত অনুসারে, গাজায় আটক থাকা কমপক্ষে ৫০ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। আর জেলে বন্দী থাকা ১৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। এছাড়াও গাজায় মানবিক ত্রাণবাহী ট্রাক প্রবেশের সুযোগ দেবে।
বন্দিবিনিময় ও যুদ্ধবিরতি শুরুর সময় এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে মিশরীয় একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, মধ্যস্থতাকারীরা আজ বৃহস্পতিবার সকাল ১০টা চুক্তি কার্যকর করতে চেয়েছিলেন। তাই বড় আশা নিয়ে বুক বেঁধেছিলেন ইসরায়েল ও ফিলিস্তিনে বন্দিদের স্বজনরা। তবে আশাহত হতে হলো তাদের।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি বলেছেন, ‘আমাদের জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা অগ্রসর হচ্ছে এবং তা অব্যাহত রয়েছে।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘উভয় পক্ষের মধ্যে মূল চুক্তি অনুযায়ী হবে বন্দিদের মুক্তি শুরু হবে, কিন্তু তা শুক্রবারের আগে নয়।’
বিজনেস আওয়ার/পিএস