বিজনেস আওয়ার প্রতিবেদক : ক্রেতা থাকলেও বিক্রেতার অভাব রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ারে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে কোম্পানিগুলোর শেয়ার ক্রয়ের জন্য বিক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : ন্যাশনাল ফিড মিলস এবং জিকিউ বলপেন।
জানা গেছ, ন্যাশনাল ফিড মিলসের শেয়ারের ক্লোজিং দর বুধবার ছিল ১৫.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৫.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬.৭০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১.৫০ টাকা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে।
জিকিউ বলপেনের শেয়ারের ক্লোজিং দর বুধবার ছিল ১১৮.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১১৮.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩০.৪০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১১.৮০ টাকা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে।
বিজনেসে আওয়ার/পিএস