বিজনেস আওয়ার প্রতিবেদক : আগের কার্যদিবসের মতো সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও (২৩ নভেম্বর) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচক বাড়লেও টাকার পরিমাণে লেনদেন কমেছে। আর আজ যে পরিমাণ কোম্পানির শেয়ার দর কমেছে তার চেয়ে বেশি সংখ্যক কোম্পানির দর বেড়েছে।
আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৩৩.৭০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৯৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩.৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫২.৫৩ পয়েন্টে এবং দুই হাজার ১০৬.৭১ পয়েন্টে।
ডিএসইতে ২৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭১টির বা ২৩.৯১ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৫৫টির বা ১৮.৫২ শতাংশের এবং ১৭১টির বা ৫৭.৫৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ ৩৭০ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৯ কোটি ২১ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪০৯ কোটি ৫৮ লাখ টাকা।
এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২২.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৯৫.৯৭ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১২.৫৮ পয়েন্ট ৫.৪১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক, সিএসই-৫০ সূচক ১.৩৭ পয়েন্ট এবং সিএসআই ২.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৬১.১৪ পয়েন্টে, ১৩ হাজার ২৮২.০৩ পয়েন্টে, একহাজার ৩০৩.২৭ পয়েন্টে এবং একহাজার ১৬৯.০৩ পয়েন্টে।
আজ সিএসইতে ১৪৩টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ৩১টির আর অপরিবর্তিত রয়েছে ৭১টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ১১ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/পিএস