ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চীন ভ্রমণে ফ্রি ভিসা পাবেন ছয় দেশের নাগরিক

  • পোস্ট হয়েছে : ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
  • 62

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারীর পর বিধ্বস্ত পর্যটন শিল্প চাঙ্গা করতে এবার ফ্রি ভিসায় ভ্রমণের সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে চীন। ছয়টি দেশের নাগরিকদের জন্য এই সুবিধা দিতে যাচ্ছে পূর্ব এশিয়ার দেশটি।

শুক্রবার (২৪ নভেম্বর) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়ার নাগরিকদের চীনে প্রবেশের ক্ষেত্রে কোনো ভিসার প্রয়োজন হবে না বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আগামী ১ ডিসেম্বর থেকে ভিসা-ফ্রি সুবিধাটি চালু হবে। চলবে আগামী বছরের অর্থাৎ ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত।

তিনি বলেন, সাধারণ পাসপোর্টধারী ব্যক্তি যারা পর্যটন, ব্যবসা, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ কিম্বা ভ্রমণের জন্য চীনে আসবেন তারা সর্বোচ্চ ফ্রি ভিসায় ১৫ দিন অবস্থান করতে পারবেন। মুখপাত্র আরও জানান, এ উদ্যোগ চীনের উন্নয়ন ও উন্মুক্ত পরিবেশের প্রচারে সাহায্য করবে।

বর্তমানে বেশিরভাগ ভ্রমণকারীকেই চীনে প্রবেশের ক্ষেত্রে ভিসা নিতে হয়।

তবে ব্যতিক্রমী হিসেবে সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের নাগরিকেরা ব্যবসা, পর্যটন, পারিবারিক ভ্রমণ ও ট্রানজিটের জন্য প্রবেশ করতে পারেন দেশটিতে। অবশ্য তাদেরও ১৫ দিনের বেশি অবস্থান করার সুযোগ নেই।

২০২০ সাল থেকে কভিড-১৯ মহামারির কারণে তিন বছরের বেশি সময় কঠোর নিষেধাজ্ঞা ও সীমান্ত বন্ধ রাখার পর গত মার্চে বিদেশীদের জন্য প্রবেশের দরজা পুরোপুরি খুলেছে চীন। এর আগে গত ডিসেম্বরে কিছু বিধি নিষেধ শিথিল করে দেশটি।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চীন ভ্রমণে ফ্রি ভিসা পাবেন ছয় দেশের নাগরিক

পোস্ট হয়েছে : ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারীর পর বিধ্বস্ত পর্যটন শিল্প চাঙ্গা করতে এবার ফ্রি ভিসায় ভ্রমণের সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে চীন। ছয়টি দেশের নাগরিকদের জন্য এই সুবিধা দিতে যাচ্ছে পূর্ব এশিয়ার দেশটি।

শুক্রবার (২৪ নভেম্বর) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়ার নাগরিকদের চীনে প্রবেশের ক্ষেত্রে কোনো ভিসার প্রয়োজন হবে না বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আগামী ১ ডিসেম্বর থেকে ভিসা-ফ্রি সুবিধাটি চালু হবে। চলবে আগামী বছরের অর্থাৎ ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত।

তিনি বলেন, সাধারণ পাসপোর্টধারী ব্যক্তি যারা পর্যটন, ব্যবসা, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ কিম্বা ভ্রমণের জন্য চীনে আসবেন তারা সর্বোচ্চ ফ্রি ভিসায় ১৫ দিন অবস্থান করতে পারবেন। মুখপাত্র আরও জানান, এ উদ্যোগ চীনের উন্নয়ন ও উন্মুক্ত পরিবেশের প্রচারে সাহায্য করবে।

বর্তমানে বেশিরভাগ ভ্রমণকারীকেই চীনে প্রবেশের ক্ষেত্রে ভিসা নিতে হয়।

তবে ব্যতিক্রমী হিসেবে সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের নাগরিকেরা ব্যবসা, পর্যটন, পারিবারিক ভ্রমণ ও ট্রানজিটের জন্য প্রবেশ করতে পারেন দেশটিতে। অবশ্য তাদেরও ১৫ দিনের বেশি অবস্থান করার সুযোগ নেই।

২০২০ সাল থেকে কভিড-১৯ মহামারির কারণে তিন বছরের বেশি সময় কঠোর নিষেধাজ্ঞা ও সীমান্ত বন্ধ রাখার পর গত মার্চে বিদেশীদের জন্য প্রবেশের দরজা পুরোপুরি খুলেছে চীন। এর আগে গত ডিসেম্বরে কিছু বিধি নিষেধ শিথিল করে দেশটি।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: