বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইমাম বাটনের লেনদেন তদন্তের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (২৮ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইমাম বাটনের শেয়ার দর অস্বাভাবিক বাড়ার জন্য গত ০৭ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সময়ের লেনদেনের উপর এই তদন্ত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে বিএসইসি। বিএসইসির সার্ভেইলেন্স বিভাগ থেকে পত্র মারফত ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রেরণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ০৭ সেপ্টেম্বর ইমাম বাটনের শেয়ার দর ছিল ১০৪.৪০ টাকা। আর ২৬ অক্টোবর কোম্পানিটির শেয়ার দর ১৯৪.১০ টাকায় দাঁড়ায়। এই সময়ে কোম্পানিটির শেয়ার দর ৮৯.৭০ টাকা বা ৮৬ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/পিএস