বিজনেস আওয়ার ডেস্ক: গরমে প্রশান্তি আনতে দেয় কোল্ড কফি। অনেকেই অফিস শেষে বাড়ি ফেরার পথে শরীরের ক্লান্তি দূর করতে কোল্ড কফি পান করেন। আবার অনেকেই পরিবারের অন্য সদস্যদের নিয়ে ক্লান্তি মেটাতে বাইরে গিয়ে কোল্ড কফি পান করেন। পাঠক বাইরে না গিয়ে ঘরেই বানিয়ে ফেলতে পারেন কোল্ড কফি। এটি বানানো ভীষণ সহজ।
জেনে নিন কীভাবে বানাবেন:
উপকরণ
দুধ- ২ কাপ, কফি- আড়াই চা চামচ, চিনি বা মধু- স্বাদ মতো, ক্রিম- ২ টেবিল চামচ, আইস কিউব- আধা কাপ, ভ্যানিলা আইসক্রিম- ২ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি:
প্রথমে ব্লেন্ডারে আইস কিউব, কফি, চিনি, দুধ, ক্রিম ও আইসক্রিম দিন। এরপর ব্লেন্ড করে গ্লাসে ঢেলে আইসক্রিম, ক্রিম, চকোলেট সিরাপ ও বাদাম দিন। ব্যাস হয়ে গেল কোল্ড কফি। এরপর সাজিয়ে মগে পরিবেশন করুন।
বিজনেস আওয়ার/০৫ অক্টোবর, ২০২০/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: