ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি না এলেও নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে

  • পোস্ট হয়েছে : ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
  • 48

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিএনপি ভোটে না এলেও অংশগ্রহণমূল নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিদেশীরা যেমন সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, প্রধানমন্ত্রী ঠিক সেই রকমই সুষ্ঠু নির্বাচনের আয়োজন করছে বলেও দাবি করেন তিনি।

বুধবার (২৯ নভেম্বর) ঢাকার দোহারে ও নবাবগঞ্জে আলাদাভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শুরুতে নবাবগঞ্জ উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং পরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিজ মনোনয়নপত্র জমা দেন সালমান এফ রহমান।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুয়েকটি দল ছাড়া বাকি সব দলই নির্বাচনে অংশ নিচ্ছে।

সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে কিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে না। তাদের উদ্দেশে বলব যে, কোনো অপশক্তি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না। কারণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, যারা নির্বাচনের ট্রেনে উঠবে না তারা গণবিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানাই। যেসব রাজনৈতিক সংগঠন নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের সাধুবাদ জানাই। যারা করেনি তাদের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই। কোনো অপশক্তি নির্বাচনকে বানচাল করতে পারবে না।

নির্বাচনের ব্যাপারে আন্তর্জাতিক কোনো চাপ আছে কি না? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, এটাকে আমি চাপ বলব না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও সংবিধানপরিপন্থি কোনো কাজ বর্তমান সরকার করছে না। তাই এসব অপশক্তি সরকারের কাছে মুখ্য নয়।

এই আওয়ামী লীগ নেতা বলেন, দোহার ও নবাবগঞ্জ উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তা বাস্তবায়ন করার জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিএনপি না এলেও নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে

পোস্ট হয়েছে : ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিএনপি ভোটে না এলেও অংশগ্রহণমূল নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিদেশীরা যেমন সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, প্রধানমন্ত্রী ঠিক সেই রকমই সুষ্ঠু নির্বাচনের আয়োজন করছে বলেও দাবি করেন তিনি।

বুধবার (২৯ নভেম্বর) ঢাকার দোহারে ও নবাবগঞ্জে আলাদাভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শুরুতে নবাবগঞ্জ উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং পরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিজ মনোনয়নপত্র জমা দেন সালমান এফ রহমান।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুয়েকটি দল ছাড়া বাকি সব দলই নির্বাচনে অংশ নিচ্ছে।

সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে কিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে না। তাদের উদ্দেশে বলব যে, কোনো অপশক্তি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না। কারণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, যারা নির্বাচনের ট্রেনে উঠবে না তারা গণবিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানাই। যেসব রাজনৈতিক সংগঠন নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের সাধুবাদ জানাই। যারা করেনি তাদের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই। কোনো অপশক্তি নির্বাচনকে বানচাল করতে পারবে না।

নির্বাচনের ব্যাপারে আন্তর্জাতিক কোনো চাপ আছে কি না? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, এটাকে আমি চাপ বলব না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও সংবিধানপরিপন্থি কোনো কাজ বর্তমান সরকার করছে না। তাই এসব অপশক্তি সরকারের কাছে মুখ্য নয়।

এই আওয়ামী লীগ নেতা বলেন, দোহার ও নবাবগঞ্জ উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তা বাস্তবায়ন করার জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: