ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বউ নিখোঁজ!

  • পোস্ট হয়েছে : ০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০
  • 87

বিনোদন প্রতিবেদকঃ আখম হাসান চালাক মানুষ হিসেবে গ্রামে স্বীকৃত। তবে তাকে সবাই আড়ালে শিয়াল নাজিম বলে ডাকে।

সে বিদেশে লোক পাঠায়। এক কথায়- সে একটা ট্রাভেল এজেন্সি খুলেছে। গ্রামের মানুষকে দেশ-বিদেশে ঘুরতে বা পড়তে উৎসাহিত করে সে। এই ট্রাভেল এজেন্সিকে শক্তিশালী করার জন্য সে ইংরেজি জানা এক মেয়েকে অফিসে নিয়োগ দেয়। সে খেয়াল করে দেখেছে, ইংরেজি শুনলে গ্রামের মানুষ একটু অন্য চোখে তাকায়। সে নিজে শুদ্ধ উচ্চারণে ইংরেজি বলার জন্য বলে। কিন্তু নিজেই ভুল উচ্চারণ ও গ্রামারে ইংরেজি বলে। তার এই মেয়েকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে বাড়িতে শুরু হয় অশান্তি। হঠাৎ পরদিন থেকে তার বউ হয় নিখোঁজ।

এমন একটি মজার গল্প নিয়েই নির্মিত হয়েছে ঈদের নাটক। এটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনা দীপু হাজরা। আর প্রযোজনা করেছে জহিরুল ইসলাম সোহেল।

গল্পের পরের অংশ প্রসঙ্গে পরিচালক দীপু হাজরা বলেন, ‌‘বউ নিখোঁজের পরই নানা ধরনের মজার টেনশন করতে দেখা যাবে আখম হাসানকে। থানা, পুলিশ, আইন-আদালত নিয়ে চিন্তিত হয়ে পড়বেন তিনি।’

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আখম হাসান, তানিয়া বৃষ্টি, নেহা সাহরিয়া, মাসুদ রানা মিঠু, অনামিকা জুথি, সুজিত বিশ্বাস, ধনু মিয়াসহ অনেকে।

এটি ঈদের ষষ্ঠ দিন (৩০ মে) দুপুর ১২টায় সিডি চয়েস ড্রামা ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।

বিজনেস আওয়ার/ ২৯ মে,২০২০/ কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বউ নিখোঁজ!

পোস্ট হয়েছে : ০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০

বিনোদন প্রতিবেদকঃ আখম হাসান চালাক মানুষ হিসেবে গ্রামে স্বীকৃত। তবে তাকে সবাই আড়ালে শিয়াল নাজিম বলে ডাকে।

সে বিদেশে লোক পাঠায়। এক কথায়- সে একটা ট্রাভেল এজেন্সি খুলেছে। গ্রামের মানুষকে দেশ-বিদেশে ঘুরতে বা পড়তে উৎসাহিত করে সে। এই ট্রাভেল এজেন্সিকে শক্তিশালী করার জন্য সে ইংরেজি জানা এক মেয়েকে অফিসে নিয়োগ দেয়। সে খেয়াল করে দেখেছে, ইংরেজি শুনলে গ্রামের মানুষ একটু অন্য চোখে তাকায়। সে নিজে শুদ্ধ উচ্চারণে ইংরেজি বলার জন্য বলে। কিন্তু নিজেই ভুল উচ্চারণ ও গ্রামারে ইংরেজি বলে। তার এই মেয়েকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে বাড়িতে শুরু হয় অশান্তি। হঠাৎ পরদিন থেকে তার বউ হয় নিখোঁজ।

এমন একটি মজার গল্প নিয়েই নির্মিত হয়েছে ঈদের নাটক। এটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনা দীপু হাজরা। আর প্রযোজনা করেছে জহিরুল ইসলাম সোহেল।

গল্পের পরের অংশ প্রসঙ্গে পরিচালক দীপু হাজরা বলেন, ‌‘বউ নিখোঁজের পরই নানা ধরনের মজার টেনশন করতে দেখা যাবে আখম হাসানকে। থানা, পুলিশ, আইন-আদালত নিয়ে চিন্তিত হয়ে পড়বেন তিনি।’

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আখম হাসান, তানিয়া বৃষ্টি, নেহা সাহরিয়া, মাসুদ রানা মিঠু, অনামিকা জুথি, সুজিত বিশ্বাস, ধনু মিয়াসহ অনেকে।

এটি ঈদের ষষ্ঠ দিন (৩০ মে) দুপুর ১২টায় সিডি চয়েস ড্রামা ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।

বিজনেস আওয়ার/ ২৯ মে,২০২০/ কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: