বিজনেস আওয়ার প্রতিবেদক: নিপাহ ভাইরাস একটি মরণব্যাধি এবং এ রোগ থেকে রেহাই পেতে সচেতনতার বিকল্প নেই। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সাথে এক ওরিয়েন্টেশনে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহাদাৎ হোসেন এ কথা বলেন। এসময় চাঁদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, আইইডিসিআর’র মতে গত এক বছরে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন সবচেয়ে বেশি মানুষ। মৃত্যুর হার ৭১ শতাংশ। গত সাত বছরে দেশে এ রোগে আক্রান্ত হয়েছেন ৩৩৯ জন। এর মধ্যে মারা গেছেন ২৪০ জন। এছাড়া গত এক বছরে আক্রান্ত ১৪ জনের মধ্যে প্রাণ গেছে ১০ জনের।
সিভিল সার্জন বলেন, আমাদের এই চাঁদপুরে যেহেতু অনেক খেজুর গাছ রয়েছে। কাজেই এখানে বাদুড়ের মাধ্যমে নিপাহ ভাইরাস হওয়ার ঝুঁকিও বেশি। তাই রস সংগ্রহকারী গাছি ভাইদের পরিষ্কার পরিছন্ন হয়ে খেজুরের রস সংগ্রহ করতে হবে। কোনোভাবেই কাঁচা খেজুরের রস খাওয়া যাবে না। গাছে রস পড়ার সময় এটি ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে। বাদুড় যাতে রসের ওপর বসতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। তবে আমরা আমাদের পক্ষ থেকে মাইকিংসহ সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রেখেছি। এ বিষয়ে সতর্ক করতে সকলের এগিয়ে আসতে হবে।
বিজনেস আওয়ার/১১ডিসেম্বর/বিএইচ