স্পোর্টস ডেস্ক: ২০১৬ সালে আইপিএলের ৯ম আসরে দুর্দান্ত পারফর্ম করে নজর কাড়েন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। বোলিংয়ে তার সবচেয়ে বড় অস্ত্র ছিল মায়াবি কাটারের সঙ্গে স্লোয়ার। যা বুঝতে গিয়ে ধোকায় পড়তে হয়েছে অনেক বিশ্বসেরা তারকাদের। ওই কাটার-স্লোয়ারের সঙ্গে ব্যাটারের স্টাম্প উপড়ে ফেলা ইয়র্কারও করতে দেখা গিয়েছিল মোস্তাফিজকে।
এবারের নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছিল তার দল। তবে গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে হওয়া নিলামে তাকে ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। দিনের শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পান টাইগার এ পেসার।
আলোড়ন তোলা মোস্তাফিজ বিশ্ব ক্রিকেটে ‘ফিজ’ নামেও বেশ পরিচিত। আইপিএলের ধারাভাষ্য কক্ষে দ্য ফিজ বলে সম্বোধন করা হয় তাকে। এমনকি ওই আসরে তার সতীর্থ ডেভিড ওয়ার্নার পর্যন্ত তাকে ফিজ নামে ডাকতেন। তবে ওই নাম তাকে প্রথম দিয়েছিলেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বিশ্বকাপের পরে বাংলাদেশ দলে ফিজের অভিষেক হয় হাথুরুর অধীনে। তিনিই তাকে ফিজ নাম দেন বলে এক সাক্ষাৎকারে মোস্তাফিজ বলেছিলেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মোস্তাফিজকে দলে ভিড়িয়েই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে অভিনন্দন জানিয়েছে চেন্নাই। যেখানে তার মোস্তাফিজ নামকে সংক্ষেপে ‘মুজ’ লেখা হয়েছে। চেন্নাই ‘লায়ন এলার্ট’ উল্লেখ করে লিখেছে, ‘মুজ-আর্ট অব মাদ্রাজ! গর্বের পথে স্বাগতম, রহমান (মোস্তাফিজুর রহমান)।’ পরে আরও একটি পোস্ট দিয়েছে ক্লাবটি। যার বাংলা অর্থ এমন, ‘বাংলা উপকূল থেকে ঝড় আসছে। চেন্নাইয়ে স্বাগতম মুস্তাফিজুর।’
উল্লেখ্য, এবারের আইপিএলের প্লেয়ার্স ড্রাফটে ছিলেন বাংলাদেশের তিন পেসার। তাদের মধ্যে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদকে বিসিবি ছাড়পত্র দেয়নি। মোস্তাফিজকে শর্ত সাপেক্ষে দেয়া হয়েছে আইপিএলে খেলার ছাড়পত্র। জাতীয় দলে ডাক পাওয়া সাপেক্ষে ১১ মের পরে ফিরে আসতে হবে তাকে।
বিজনেস আওয়ার/এএইচএ