ঝিনাইদহ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহে আওয়ামী লীগের সাথে ভার্চুয়াল জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে স্থানীয় শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে ভার্চুয়াল এ জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেয়।
সেসময় জেলার ৬টি উপজেলার ৪টি নির্বাচনী আসনের দলীয় মনোনীত প্রার্থীসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভার্চুয়াল জনসভার শুরুতে প্রধানমন্ত্রীর স্বাগতিক বক্তব্য শেষে অংশ নেওয়া ৬টি জেলার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
ভার্চুয়াল জনসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু জেলার সকল উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। সেই সাথে উন্নয়নরে ধারা অব্যহত রেখে রেললাইন, কৃষি বিশ^বিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানান। আগামী ৭ তারিখের নির্বাচনে বিজয়ের প্রতিশ্রুতিও
দেন তারা।
এ সময় জেলার চারটি আসনের নৌকার মনোনিত প্রার্থী আব্দুল হাই, তাহজিব আলম সিদ্দীকি সমি, সালাহ উদ্দিন মিয়াজি ও আনোয়ারুল আজিম আনার উপস্থিত ছিলেন। এ ছাড়াও জনসভায় জেলা ও উপজেলার আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ভার্চুয়াল অংশগ্রহনে অনুষ্ঠিত জনসভায় ঝিনাইদহ, কুষ্টিয়া, নেত্রকণা, সাতক্ষীরা, বরগুনা ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ অংশ নেয়।
বিজনেস আওয়ার /এএইচএ