ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪১ জন পরীক্ষার্থী

  • পোস্ট হয়েছে : ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • 96

বিজনেস আওয়ার ডেস্ক: পুনঃনিরীক্ষণে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার খাতায় ১৩৯ পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫(এ+) পেয়েছেন ৪১ জন পরীক্ষার্থী। এছাড়া ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন দুজন। বাকিরা অন্যান গ্রেডে পাস করেছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে যশোর শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এর আগে, প্রকাশিত ফলাফলে আপত্তি ও প্রত্যাশা পূরণ না হওয়ায় ৬৫ হাজার শিক্ষার্থী উত্তরপত্র নতুন করে মূল্যায়নের আবেদন করেন। এতে ১৩৯ জনের ফল পরিবর্তন এসেছে।

পুনঃনিরীক্ষার প্রকাশিত ফলাফল তথ্যমতে, ‘এফ’ গ্রেড থেকে দুইজন ‘এ প্লাস, এ মাইনাস থেকে পাঁচজন ‘এ প্লাস’, এ গ্রেড থেকে ৩৪ জন ‘এ প্লাস’ পেয়েছেন। এছাড়া ‘এফ’ থেকে দুজন ‘এ’, ‘ডি’ থেকে একজন ‘এ’, ‘বি’ থেকে দুজন ‘এ’, ‘এ’ মাইনাস থেকে ২৭ জন ‘এ’ গ্রেড এবং ‘এফ’ থেকে ‘এ’ মাইনাস পেয়েছেন ১০ জন। এছাড়া অন্যরা বিভিন্ন গ্রেডে পাস করেছেন।

এ বিষয়ে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ বলেন, পরীক্ষার উত্তরপত্রে নম্বর যোগফল গণনার কারণে পুনঃনিরীক্ষার রেজাল্টে পরিবর্তন আসে। ৬৫ হাজার পরীক্ষার্থীর উত্তরপত্র নতুন করে পরীক্ষক নির্ধারণ করে মূল্যায়ন করা হয়। এতে ১৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে। যাদের ফল পরিবর্তন হয়েছে তাদের মধ্যে ৩৮ শিক্ষার্থী প্রথম প্রকাশিত ফলাফলে ফেল করেছিল।

তিনি আরও বলেন, অভিজ্ঞ পরীক্ষক দিয়ে খাতা পুনঃনিরীক্ষা করা হয়েছে। যার মধ্যে কিছু খাতায় অনিচ্ছাকৃত বা গণনার কারণে ভুল হয়। নিয়ম অনুযায়ী যে প্রাপ্য ফলাফল সেটাই দেওয়া হয়েছে। আর ব্যবস্থা নেওয়া হবে খাতা দেখায় ভুল করা পরীক্ষকদের বিরুদ্ধে।

বিজনেস আওয়ার/২৬ডিসেম্বর/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

যশোরে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪১ জন পরীক্ষার্থী

পোস্ট হয়েছে : ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

বিজনেস আওয়ার ডেস্ক: পুনঃনিরীক্ষণে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার খাতায় ১৩৯ পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫(এ+) পেয়েছেন ৪১ জন পরীক্ষার্থী। এছাড়া ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন দুজন। বাকিরা অন্যান গ্রেডে পাস করেছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে যশোর শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এর আগে, প্রকাশিত ফলাফলে আপত্তি ও প্রত্যাশা পূরণ না হওয়ায় ৬৫ হাজার শিক্ষার্থী উত্তরপত্র নতুন করে মূল্যায়নের আবেদন করেন। এতে ১৩৯ জনের ফল পরিবর্তন এসেছে।

পুনঃনিরীক্ষার প্রকাশিত ফলাফল তথ্যমতে, ‘এফ’ গ্রেড থেকে দুইজন ‘এ প্লাস, এ মাইনাস থেকে পাঁচজন ‘এ প্লাস’, এ গ্রেড থেকে ৩৪ জন ‘এ প্লাস’ পেয়েছেন। এছাড়া ‘এফ’ থেকে দুজন ‘এ’, ‘ডি’ থেকে একজন ‘এ’, ‘বি’ থেকে দুজন ‘এ’, ‘এ’ মাইনাস থেকে ২৭ জন ‘এ’ গ্রেড এবং ‘এফ’ থেকে ‘এ’ মাইনাস পেয়েছেন ১০ জন। এছাড়া অন্যরা বিভিন্ন গ্রেডে পাস করেছেন।

এ বিষয়ে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ বলেন, পরীক্ষার উত্তরপত্রে নম্বর যোগফল গণনার কারণে পুনঃনিরীক্ষার রেজাল্টে পরিবর্তন আসে। ৬৫ হাজার পরীক্ষার্থীর উত্তরপত্র নতুন করে পরীক্ষক নির্ধারণ করে মূল্যায়ন করা হয়। এতে ১৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে। যাদের ফল পরিবর্তন হয়েছে তাদের মধ্যে ৩৮ শিক্ষার্থী প্রথম প্রকাশিত ফলাফলে ফেল করেছিল।

তিনি আরও বলেন, অভিজ্ঞ পরীক্ষক দিয়ে খাতা পুনঃনিরীক্ষা করা হয়েছে। যার মধ্যে কিছু খাতায় অনিচ্ছাকৃত বা গণনার কারণে ভুল হয়। নিয়ম অনুযায়ী যে প্রাপ্য ফলাফল সেটাই দেওয়া হয়েছে। আর ব্যবস্থা নেওয়া হবে খাতা দেখায় ভুল করা পরীক্ষকদের বিরুদ্ধে।

বিজনেস আওয়ার/২৬ডিসেম্বর/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: