বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক ৫ম সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি ১ হাজার ২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বন্ডটির ইস্যুয়ার ডাচ-বাংলা ব্যাংক পিএলসি। বন্ডটি টিয়ার-২ মূলধন পূরণের জন্য বন্ড ইস্যু করবে। বন্ডটি সম্পূর্ণ রিডামবল, আনসিকিউরড,নন-কনভারেটবল, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করা হবে।
ব্যাংকটি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ব্যাংকের সম্মতি নিয়ে বন্ড ইস্যু করতে পারবে। এছাড়া যেকোনো ফিচার পরিবর্তন করতে পারবে।
বিজনেস আওয়ার/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: