ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জামায়াতপন্থি আইনজীবীদের আদালত বর্জনের কর্মসূচি

  • পোস্ট হয়েছে : ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • 95

বিজনেস আওয়ার প্রতিবেদক: আগামীকাল ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতপন্থি আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে রোববার (৩১ ডিসেম্বর) এ কর্মসূচির ঘোষণা দেয় জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ল’ইয়ার্স কাউন্সিলের জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি জসিম উদ্দিন সরকার, সহ-সভাপতি আবদুল বাতেন, ড. গোলাম রহমান ভূঁইয়া, যুগ্ম সম্পাদক এস এম কামাল উদ্দিন, আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক একেএম রেজাউল করিম খন্দকার, আইনজীবী মঈনুদ্দিন, হেলাল উদ্দিন, আবু বকর সিদ্দিক, লুৎফর রহমান, রোকন রেজা শেখ, মো. পারভেজ হোসেন প্রমুখ।

আকন্দ বলেন, কিছু দিন যাবত নিম্ন আদালতে রাজনৈতিক মামলাগুলো তড়িঘড়ি করে রায় প্রদান করে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। দুই মাসে অর্ধ-শতাধিক মামলায় দেড় হাজারের বেশি লোককে শাস্তি প্রদান করা হয়েছে। মামলা নিষ্পত্তি করতে গিয়ে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, ফৌজদারি কার্যবিধি সুস্পষ্টভাবে লঙ্ঘন করা হচ্ছে। দেশের বিচার বিভাগের ইতিহাসে এ ঘটনা নজিরবিহীন।

তিনি বলেন, সরকারের জুলুম-নিপীড়ন থেকে আইনজীবীরাও রেহাই পাননি। গণতন্ত্র, মানবাধিকার ও সাংবিধানিক অধিকার হরণ করে দেশকে রাজনীতিহীনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দেশের এ পরিস্থিতিতে আমরা আইনজীবীরা নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আন্দোলনের ধারাবাহিকতায় ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আমরা দেশব্যাপী আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করছি।

দেশের সব বারের আইনজীবী ভাই-বোনদের আদালত বর্জন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আহ্বান জানাচ্ছি, বলেন আকন্দ।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, দেশের এই পরিস্থিতিতে আমরা আইনজীবীরা নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আন্দোলনের ধারাবাহিকতায় ১ জানুয়ারি থেকে ৭ জানুযারি পর্যন্ত আমরা দেশব্যাপী আদালতে নতুন কর্মসূচি ঘোষণা করছি। দেশের সব বারের আইনজীবী ভাই-বোনদের আদালত বর্জন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আহ্বান জানাচ্ছি।

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জামায়াতপন্থি আইনজীবীদের আদালত বর্জনের কর্মসূচি

পোস্ট হয়েছে : ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: আগামীকাল ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতপন্থি আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে রোববার (৩১ ডিসেম্বর) এ কর্মসূচির ঘোষণা দেয় জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ল’ইয়ার্স কাউন্সিলের জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি জসিম উদ্দিন সরকার, সহ-সভাপতি আবদুল বাতেন, ড. গোলাম রহমান ভূঁইয়া, যুগ্ম সম্পাদক এস এম কামাল উদ্দিন, আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক একেএম রেজাউল করিম খন্দকার, আইনজীবী মঈনুদ্দিন, হেলাল উদ্দিন, আবু বকর সিদ্দিক, লুৎফর রহমান, রোকন রেজা শেখ, মো. পারভেজ হোসেন প্রমুখ।

আকন্দ বলেন, কিছু দিন যাবত নিম্ন আদালতে রাজনৈতিক মামলাগুলো তড়িঘড়ি করে রায় প্রদান করে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। দুই মাসে অর্ধ-শতাধিক মামলায় দেড় হাজারের বেশি লোককে শাস্তি প্রদান করা হয়েছে। মামলা নিষ্পত্তি করতে গিয়ে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, ফৌজদারি কার্যবিধি সুস্পষ্টভাবে লঙ্ঘন করা হচ্ছে। দেশের বিচার বিভাগের ইতিহাসে এ ঘটনা নজিরবিহীন।

তিনি বলেন, সরকারের জুলুম-নিপীড়ন থেকে আইনজীবীরাও রেহাই পাননি। গণতন্ত্র, মানবাধিকার ও সাংবিধানিক অধিকার হরণ করে দেশকে রাজনীতিহীনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দেশের এ পরিস্থিতিতে আমরা আইনজীবীরা নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আন্দোলনের ধারাবাহিকতায় ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আমরা দেশব্যাপী আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করছি।

দেশের সব বারের আইনজীবী ভাই-বোনদের আদালত বর্জন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আহ্বান জানাচ্ছি, বলেন আকন্দ।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, দেশের এই পরিস্থিতিতে আমরা আইনজীবীরা নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আন্দোলনের ধারাবাহিকতায় ১ জানুয়ারি থেকে ৭ জানুযারি পর্যন্ত আমরা দেশব্যাপী আদালতে নতুন কর্মসূচি ঘোষণা করছি। দেশের সব বারের আইনজীবী ভাই-বোনদের আদালত বর্জন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আহ্বান জানাচ্ছি।

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: