বিজনেস আওয়ার প্রতিবেদক: বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে অভিনেতা আরিফিন শুভকে বরাদ্দ দেয়া হয়েছে ১০ কাঠার একটি প্লট এবং প্রযোজক লিটন হায়দারকে দেয়া হয়েছে ৩ কাঠার প্লট। গত বছরের ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়।
এমন খবরই প্রকাশ করেছে দেশের বেশকিছু সংবাদমাধ্যম।
প্রকাশিত সংবাদগুলোতে বলা হচ্ছে, গত ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় আরিফিন শুভকে প্লট বরাদ্দের সিদ্ধান্ত হয়। বিষয়টি রাজউক চেয়ারম্যান (সচিব) আনিছুর রহমান মিঞা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।
রাজউক সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৮তম বোর্ড সভাটি অনুষ্ঠিত হয় ২৭ নভেম্বর। এ বোর্ড সভাতেই অভিনেতা আরিফিন শুভর নামে ১০ কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতা আরিফিন শুভর বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের এ সিদ্ধান্ত জানিয়ে দেন।
২০২৩ সালের শেষ দিনে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফিন শুভকে প্লট বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে চিঠি দেন। শুধু শুভ নন, ‘চিরঞ্জীব মুজিব’ এর প্রযোজক লিটন হায়দারকেও ৩ কাঠার প্লট বরাদ্দ দেয়া হয়েছে বলে খবর।
গেল বছর ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের ‘মুজিব: একটি জাতির রূপকার’ দিয়ে আলোচনায় আসেন আরিফিন শুভ। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত বঙ্গবন্ধুর জীবনী নির্ভর এই ছবিতে মুজিবের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন শুভ। বিগ বাজেটের ছবি হলেও, ‘মুজিব’-এ অভিনয়ের বদৌলতে শুভ পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন মাত্র ১ টাকা! সংবাদমাধ্যমে নিজেই এমন তথ্য প্রকাশ করেন শুভ। এদিন শুভ’র প্লট বরাদ্দের খবর চাউর হলে নেটিজেনরা জানাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া।
বিজনেস আওয়ার/এএইচএ