বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬৪ লাখ ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে।
জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী শুক্রবার (০৯ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগী ৩ কোটি ৬৪ লাখ ৩১ হাজার ২৫১ জনে পৌঁছেছে। ভাইরাসটিতে বিশ্বে মারা গেছেন ১০ লাখ ৬০ হাজার ৭৭৩ জন। আর ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আড়াই কোটির বেশি।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। ব্রাজিলের অবস্থান তৃতীয়।
যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৬ লাখ ২৬ জন। মোট মারা গেছেন ২ লাখ ১২ হাজার ৬৫৭ জন। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬৮ লাখ ৩৫ হাজার ৬৫৫ জন। দেশটিতে মারা গেছেন ১ লাখ ৫ হাজার ৫২৬ জন এবং ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ২৮ হাজার ৪৪৪ জন। দেশটিতে মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৯৫৭ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ জানুয়ারি বিশ্বে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। চলতি বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিজনেস আওয়ার/০৯ অক্টোবর, ২০২০/কমা