বিজনেস আওয়ার প্রতিবেদক: মনোস্পুল বাংলাদেশ পিএলসির ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত এ সভায় কোম্পানীর চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন সভাপতিত্ব করেন।
বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণ পরিচালনা পর্ষদ ঘোষিত ১৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ সহ অন্যান্য সকল আলোচ্যসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।
কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জামাল মহীউদ্দীন, পরিচালক মোঃ মোবারক হোসেন, পরিচালক এডভোকেট মোঃ গোলাম কিবরিয়া, কোম্পানী সচিব মোঃ ইমদাদুল হক এবং কোম্পানীর সিএফও খন্দকার আশরাফ উদ্দীন সভায় উপস্থিত ছিলেন।
অনলাইনে যুক্ত ছিলেন পরিচালক মোঃ রেজাউল ইসলাম, পরিচালক মোঃ আনোয়ার হোসেন, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আতাউর রহমান এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. শামসুন্নাহার। সভায় ৫৫ জন শেয়ারহোল্ডার সশরীরে এবং অনলাইনে যুক্ত থেকে অংশগ্রহণ করেন। শেয়ারহোল্ডারগণ কোম্পানী কর্তৃক ১৫ শতাংশ স্টক এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনায় সন্তুষ্টি প্রকাশ করেন।
কোম্পানীর নতুন নামকরণ এবং লাভজনকভাবে ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে মেমোরেন্ডাম অব এসোসিয়েশন সংশোধন করে বহুমুখী ব্যবসার উদ্যোগকে উপস্থিত শেয়ারহোল্ডারগণ স্বাগত জানান এবং আগামী দিনে কোম্পানীর ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
বিজনেস আওয়ার/ ৩০ ডিসেম্বর / আনিচ





















