বিজনেস আওয়ার প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখেছি। যে পরিবেশটা আমি দেখেছি, সত্যিই অভূতপূর্ব। এত সুন্দর পরিবেশ আগে কখনো দেখেনি। শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হতে যাচ্ছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে তিনি এসব কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির জন্য চ্যালেঞ্জ ছিল জানিয়ে তিনি বলেন, সকলের সহযোগিতায় সুন্দরভাবে ভোট শুরু হয়েছে। আমি যদিও দুইটা ডিভিশন দেখি, তবে পুরো বাংলাদেশ থেকে সংবাদ আসছে যে খুবই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
সকালে ঢাকায় ভোটারদের উপস্থিতি কম থাকে জানিয়ে তিনি বলেন, গ্রামে গঞ্জে, মফস্বলে ভোটার উপস্থিতি বাড়বে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশা করি ভোটার উপস্থিতি বাড়বে। সকল ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আসেন, নিরাপত্তা আমরা দিব। আশা করি দিন শেষে আপনারা একটা ভাল রেজাল্ট পাবেন। ভাল রেজাল্ট বলতে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন।
কেন্দ্রে ভোটার উপস্থিতি কম কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকায় আজকে একটা ছুটির আমেজ আছে। ধীরে সুস্থে সবাই আসুক, একটু সময় নিয়ে আসবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।
বিজনেস আওয়ার/এএইচএ