ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে ভোট প্রদানে বাঁধা দেওয়ায় নৌকার ৩ সমর্থককে কারাদণ্ড

  • পোস্ট হয়েছে : ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • 69

বিজনেস আওয়ার প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামে ভোট প্রদানে বাধা দেওয়ার অভিযোগে নৌকার তিন সমর্থককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে বাড়াদী ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বুলবুলি খাতুন আহত হয়েছেন।

দন্ডিতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে নজরুল ইসলাম, ইউসুফ আলীর ছেলে ইউনুস আলী ও হোসেন আলীর ছেলে নিয়ামত আলী।

রবিবার দুপুর ১২ টার সময় মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন এ আদালত পরিচালনা করেন। ‘ভোট প্রদানে বাধা দেওয়ায় তাদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন জানান, ভোট প্রদানে বাধা সৃষ্টি করা ও সামনে জটলা তৈরি করার মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ (২) দায়ার জনকে ৭ দিন করে কারাদণ্ডের আদেশ দেওয়া হলো।

স্থানীয়রা জানান, সদর উপজেলার কালাইডাঙ্গা কেন্দ্রে ভোটারদের প্রবেশে বাধা দেন নৌকার সমর্থকরা। এ সময় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থক মহিলা ভাইস চেয়ারম্যান বুলবুলির সঙ্গে নৌকার সমর্থকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি হয়। এতে ভাইস চেয়ারম্যান বুলবুলি আহত হন। পরে পুলিশ ও বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে নৌকার তিন সমর্থককে আটক করা করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ফরহাদ হোসেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের নেতা স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবদুল মান্নান।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মেহেরপুরে ভোট প্রদানে বাঁধা দেওয়ায় নৌকার ৩ সমর্থককে কারাদণ্ড

পোস্ট হয়েছে : ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

বিজনেস আওয়ার প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামে ভোট প্রদানে বাধা দেওয়ার অভিযোগে নৌকার তিন সমর্থককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে বাড়াদী ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বুলবুলি খাতুন আহত হয়েছেন।

দন্ডিতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে নজরুল ইসলাম, ইউসুফ আলীর ছেলে ইউনুস আলী ও হোসেন আলীর ছেলে নিয়ামত আলী।

রবিবার দুপুর ১২ টার সময় মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন এ আদালত পরিচালনা করেন। ‘ভোট প্রদানে বাধা দেওয়ায় তাদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন জানান, ভোট প্রদানে বাধা সৃষ্টি করা ও সামনে জটলা তৈরি করার মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ (২) দায়ার জনকে ৭ দিন করে কারাদণ্ডের আদেশ দেওয়া হলো।

স্থানীয়রা জানান, সদর উপজেলার কালাইডাঙ্গা কেন্দ্রে ভোটারদের প্রবেশে বাধা দেন নৌকার সমর্থকরা। এ সময় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থক মহিলা ভাইস চেয়ারম্যান বুলবুলির সঙ্গে নৌকার সমর্থকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি হয়। এতে ভাইস চেয়ারম্যান বুলবুলি আহত হন। পরে পুলিশ ও বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে নৌকার তিন সমর্থককে আটক করা করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ফরহাদ হোসেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের নেতা স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবদুল মান্নান।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: