বিজনেস আওয়ার প্রতিবেদক : বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে শেয়ারবাজারের তালিকাভুক্ত ৫ কোম্পানি। গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের জন্য ঘোষিত এই লভ্যাংশ পাঠানো হয়। এর মধ্যে নগদ ও বোনাস লভ্যাংশ রয়েছে।
কোম্পানিগুলো হলো- ইভিন্স টেক্সটাইল লিমিটেড, আর্গন ডেনিমস্, দি এক্মি ল্যাবরেটরিজ, শমরিতা হসপিটাল এবং রেনেটা লিমিটেড।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ইভিন্স টেক্সটাইল লিমিটেড বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটি ২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
এর আগের বছর বিনিয়োগকারীদের ২ শতাংশ লভ্যাংশ দিয়েছে ইভিন্স টেক্সটাইল।
আর্গন ডেনিমস: বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
এর আগের বছর বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে আর্গন ডেনিমস।
দি এক্মি ল্যাবরেটরিজ: বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটি ৩৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
এর আগের বছর বিনিয়োগকারীদের ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে দি এক্মি ল্যাবরেটরিজ।
শমরিতা হসপিটাল: বিনিয়োগকারীদের কাছে বিও অ্যাকাউন্টের মাধ্যমে বোনাস লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
এর আগের বছর বিনিয়োগকারীদের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে শমরিতা হসপিটাল।
রেনেটা লিমিটেড: বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটি ৬২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
এর আগের বছর বিনিয়োগকারীদের ১৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছে রেনেটা লিমিটেড।
বিজনেস আওয়ার/এএইচএ