ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মাসেতুতে বসলো ৩২ তম স্প্যান

  • পোস্ট হয়েছে : ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
  • 68

বিজনেস আওয়ার প্রতিবেদক: দীর্ঘ চার মাস পর পদ্মা সেতুর ৩২ তম স্প্যান বসানো হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে স্প্যান বসানো কার্যক্রম সম্পন্ন হয়। এটি মাওয়া প্রান্তে ৪ এবং ৫ নম্বর খুঁটিতে বসানো হয়েছে।

৩২ তম এই স্প্যান স্থাপনের পর দৈর্ঘ্যের দিক থেকে এটির আকার ৪৮০০ মিটার অর্থাৎ প্রায় ৫ কিলোমিটার দৃশমান হলো। নদীতে পানি ও স্রোতের তীব্রতা কমে আসায় গতি ফিরেছে সেতুর নির্মাণ কাজে।

পদ্মাসেতুকে মোট ৪১টি স্প্যান বসাতে হবে। এরমধ্যে বাকি ছিল ১০টি। এখন বাকি রয়েছে ৯টি স্প্যান। এগুলো বসলে দৃশ্যমান হবে পুরো ৬ দশমিক ১৫ কিলোমিটারের পদ্মা সেতু।

সেতু সচিব বেলায়েত হোসেন জানান, আগামী ডিসেম্বর মাসের মধ্যে বাকি স্প্যানগুলো বসিয়ে দেওয়া হবে। তাদের লক্ষ্য আগামী বছর সেতুর নির্মাণ কাজ শেষ করা।

জানা গেছে, চলতি অক্টোবর মাসে সেতুর আরও ৪টি স্প্যান বসবে। এরপর নভেম্বরে বসানো হবে সর্বোচ্চ ৫টি স্প্যান ও ডিসেম্বরের শেষ দুটি এমনটা জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা।

এদিকে দুই পাড়ে পদ্মা রেল সংযোগ প্রকল্পের সঙ্গে সেতুর নকশা নিয়ে যে ত্রুটি দেখা হয়েছে তা এখনো সমাধান হয়নি। ত্রুটি সমাধানে প্রকৌশলীরা কাজ শুরু করেছেন।

উল্লেখ্য, সরকারের নিজস্ব ৩৩ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ চলছে স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের। এর মধ্যেই সেতুর ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানানো হয়েছে। আগামী বছর ডিসেম্বরে সেতু চালু করার কথা রয়েছে।

বিজনেস আওয়ার/১১ অক্টবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পদ্মাসেতুতে বসলো ৩২ তম স্প্যান

পোস্ট হয়েছে : ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক: দীর্ঘ চার মাস পর পদ্মা সেতুর ৩২ তম স্প্যান বসানো হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে স্প্যান বসানো কার্যক্রম সম্পন্ন হয়। এটি মাওয়া প্রান্তে ৪ এবং ৫ নম্বর খুঁটিতে বসানো হয়েছে।

৩২ তম এই স্প্যান স্থাপনের পর দৈর্ঘ্যের দিক থেকে এটির আকার ৪৮০০ মিটার অর্থাৎ প্রায় ৫ কিলোমিটার দৃশমান হলো। নদীতে পানি ও স্রোতের তীব্রতা কমে আসায় গতি ফিরেছে সেতুর নির্মাণ কাজে।

পদ্মাসেতুকে মোট ৪১টি স্প্যান বসাতে হবে। এরমধ্যে বাকি ছিল ১০টি। এখন বাকি রয়েছে ৯টি স্প্যান। এগুলো বসলে দৃশ্যমান হবে পুরো ৬ দশমিক ১৫ কিলোমিটারের পদ্মা সেতু।

সেতু সচিব বেলায়েত হোসেন জানান, আগামী ডিসেম্বর মাসের মধ্যে বাকি স্প্যানগুলো বসিয়ে দেওয়া হবে। তাদের লক্ষ্য আগামী বছর সেতুর নির্মাণ কাজ শেষ করা।

জানা গেছে, চলতি অক্টোবর মাসে সেতুর আরও ৪টি স্প্যান বসবে। এরপর নভেম্বরে বসানো হবে সর্বোচ্চ ৫টি স্প্যান ও ডিসেম্বরের শেষ দুটি এমনটা জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা।

এদিকে দুই পাড়ে পদ্মা রেল সংযোগ প্রকল্পের সঙ্গে সেতুর নকশা নিয়ে যে ত্রুটি দেখা হয়েছে তা এখনো সমাধান হয়নি। ত্রুটি সমাধানে প্রকৌশলীরা কাজ শুরু করেছেন।

উল্লেখ্য, সরকারের নিজস্ব ৩৩ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ চলছে স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের। এর মধ্যেই সেতুর ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানানো হয়েছে। আগামী বছর ডিসেম্বরে সেতু চালু করার কথা রয়েছে।

বিজনেস আওয়ার/১১ অক্টবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: