বিজনেস আওয়ার প্রতিবেদক: বিগত সপ্তাহে (১৪-১৮ জানুয়ারি) খাত ভিত্তিক লেনদেন বৃদ্ধিতে আলো ছড়ালো ওষুধ ও রসায়ন খাত। সপ্তাহজুড়ে এ খাতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন বেড়েছে। এর ফলে বিদায়ী সপ্তাহে বৃদ্ধির শীর্ষে অবস্থান করছে খাতটি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিগত সপ্তাহে প্রকৌশল খাতে মোট ৯০ কোটি ১৬ লাখ টাকার বা ১৩.৪০ শতাংশ লেনদেন বেড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে জেনারেল ইন্স্যুরেন্স খাতে। সপ্তাহজুড়ে এ খাতে ৯০ কোটি ১৩ লাখ টাকার বা ১৩.৪০ শতাংশ শেয়ার লেনদেন বেড়েছে।
বিদায়ী সপ্তাহে ৭২ কোটি ৬১ লাখ টাকা বা ১০.৮০ শতাংশ লেনদেন বৃদ্ধি হওয়ায় তৃতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত।
অন্য খাতগুলোর মধ্যে- খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৫২ কোটি ৮৮ লাখ টাকা, লাইফ ইন্স্যুরেন্স খাতে ৫০ কোট ৯৬ লাখ টাকা, বিবিধ খাতে ৪৯ কোটি ৬৩ লাখ টাকা, ভ্রমন ও অবকাশ খাতে ৩৭ কোটি ৭১ লাখ টাকা, তথ্য প্রযুক্তি খাতে ৩৭ কোটি ৩২ লাখ টাকা, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩০ কোটি ৬৬ লাখ টাকা, ব্যাংক খাতে ২৫ কোটি ৭৬ লাখ টাকা, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২৫ কোটি ৪৬ লাখ টাকা, প্রকাশনা খাতে ২৩ কোটি ৬০ লাখ টাকা, সেবা ও আবাসন খাতে ২২ কোটি ১৩ লাখ টাকা, আর্থিক খাতে ১৫ কোটি ৬৪ লাখ টাকা, সিমেন্ট খাতে ১৫ কোটি ৪৪ লাখ টাকা, বস্ত্র খাতে ১৪ কোটি ৮২ লাখ টাকা, সিরামিক খাতে ৮ কোটি ৪৭ লাখ টাকা, চামড়া খাতে ৫ কোটি ৪৭ লাখ টাকা, পাট খাতে ২ কোটি ৪৬ লাখ টাকা এবং টেলিকমিউনিকেশন খাতে ৭ লাখ টাকার লেনদেন বেড়েছে।
বিজনেস আওয়ার/বিএইচ