স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশনস লিগের শুরুটা ভালো হয়নি সাবেক বিশ্বচ্যাম্পিয়নর। প্রথম দুই ম্যাচেই ড্র করে পয়েন্ট খুয়িয়েছে সাবেকরা। অবশেষে তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল জোয়াকিম লোর দল। ইউক্রেনের ঘরের মাঠ কিয়েভে ম্যাথিয়াস গিন্টার এবং লেওন গোরেতজেকার গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে জার্মানি।
এদিন চিরচেনা জার্মানির দেখা মিলেছে। যারা আক্রমণের পর আক্রমণে প্রতিপক্ষকে ছিঁড়ে ফেলে। দুর্দান্ত এমন আক্রমণে জার্মানদের গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের ২০ মিনিট পর্যন্ত। ডি বক্সের ভেতরে গিন্টারকে উদ্দেশ করে দুর্দান্ত এক ক্রস করেন অ্যান্তোনিও রুডিগার। আর ডি বক্সের ভেতরে ঠান্ডা মাথায় ফিনিস করে জার্মানদের ১-০ গোলে এগিয়ে নেন ম্যাথিয়াস গিন্টার।
প্রথমার্ধে আরও কিছু সহজ সুযোগ পেয়েছিল ক্রুসরা। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের ব্যবধান আর বাড়েনি। বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্ম রূপ ধারণ করে লো’র শিষ্যরা। আর ফলাফল হাতেনাতেও মেলে। ম্যাচের ৪৯তম মিনিটে ইউক্রেন গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল আদায় করে নেন লেওন গোরেতজেকা। আর জার্মানরা এগিয়ে ২-০ গোলের ব্যবধানে।
এরপর দুর্দান্ত আক্রমণে ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয় জার্মানরা। তবে ম্যাচের ৭৫ মিনিটে ডি বক্সের ভেতর ইউক্রেন ফরোয়ার্ড রোমানকে ফাউল করে বসেন নিকালাস সুলে। স্পট কিক থেকে ইউক্রেনের হয়ে গোল করেন মিলানোভস্কি। শেষ গোলের আরও কিছু সহজ সুযোগ হাতছাড়া করে জার্মানরা। আর তাতেই ২-১ গোলের ব্যবধানে জয়েই সন্তুষ্ট থাকতে হয় জোয়াকিম লোর দলের।
বিজনেস আওয়ার/১১ অক্টবর, ২০২০/এ