ঢাকা , রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পিএসজি শেষ ষোলোয়, এমবাপ্পের জোড়া গোল

  • পোস্ট হয়েছে : ১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
  • 102

বিজনেস আওয়ার ডেস্ক: ২০২৪ সালের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। একের পর এক ম্যাচে গোল করেই চলছেন। এবার ফ্রেঞ্চ কাপের ম্যাচেও জোড়া গোল করলেন এমবাপ্পে। সেও সঙ্গে এক গোলে করেছেন সহায়তা। তাতে অরলেয়ান্সকে ৪-১ গোলে হারিয়ে ফ্রেঞ্চ কাপের শেষ ষোলোতে উঠে গেছে পিএসজি।

শনিবার (২০ জানুয়ারি) প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই নিজেদের দখলে বল রেখে ষোড়শ মিনিটের মাথায় এগিয়ে যায় পিএসজি। গোল করেন এমবাপ্পে। প্রথমার্ধে এই এক গোলেই সন্তুষ্ট থাকতে হয় পিএসজিকে।

দ্বিতীয়ার্ধে নেমেও নিজেদের আক্রমণের ধারা বজায় রাখে ফরাসি ক্লাবটি। তাতে ৬৩ মিনিটে এমবাপ্পেই পিএসজির পক্ষে ব্যবধান ২-০ করেন। তবে দুই গোল করেই থামেননি এই বিশ্বকাপজয়ী তারকা। গনসালো রামোস ও মাইয়ুলুলের গোলে করেন সহায়তা। আর তাতেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে এমবাপ্পে গোল করেছেন ২৮টি। সঙ্গে আছে ৬টি সহায়তাও। নতুন বছরে এমবাপ্পে যেন আরও দুর্দান্ত। এ বছর ৪ ম্যাচ খেলে এমবাপ্পে গোল করেছেন ৭টি এবং সহায়তা ৪টিতে। অর্থাৎ এ বছর মাত্র ৪ ম্যাচেই ১১ গোলে অবদান রেখেছেন এমবাপ্পে।

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পিএসজি শেষ ষোলোয়, এমবাপ্পের জোড়া গোল

পোস্ট হয়েছে : ১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪

বিজনেস আওয়ার ডেস্ক: ২০২৪ সালের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। একের পর এক ম্যাচে গোল করেই চলছেন। এবার ফ্রেঞ্চ কাপের ম্যাচেও জোড়া গোল করলেন এমবাপ্পে। সেও সঙ্গে এক গোলে করেছেন সহায়তা। তাতে অরলেয়ান্সকে ৪-১ গোলে হারিয়ে ফ্রেঞ্চ কাপের শেষ ষোলোতে উঠে গেছে পিএসজি।

শনিবার (২০ জানুয়ারি) প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই নিজেদের দখলে বল রেখে ষোড়শ মিনিটের মাথায় এগিয়ে যায় পিএসজি। গোল করেন এমবাপ্পে। প্রথমার্ধে এই এক গোলেই সন্তুষ্ট থাকতে হয় পিএসজিকে।

দ্বিতীয়ার্ধে নেমেও নিজেদের আক্রমণের ধারা বজায় রাখে ফরাসি ক্লাবটি। তাতে ৬৩ মিনিটে এমবাপ্পেই পিএসজির পক্ষে ব্যবধান ২-০ করেন। তবে দুই গোল করেই থামেননি এই বিশ্বকাপজয়ী তারকা। গনসালো রামোস ও মাইয়ুলুলের গোলে করেন সহায়তা। আর তাতেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে এমবাপ্পে গোল করেছেন ২৮টি। সঙ্গে আছে ৬টি সহায়তাও। নতুন বছরে এমবাপ্পে যেন আরও দুর্দান্ত। এ বছর ৪ ম্যাচ খেলে এমবাপ্পে গোল করেছেন ৭টি এবং সহায়তা ৪টিতে। অর্থাৎ এ বছর মাত্র ৪ ম্যাচেই ১১ গোলে অবদান রেখেছেন এমবাপ্পে।

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: