বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) ৬টি কোম্পানির শেয়ারপ্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বা ক্যাশ ফ্লো বেড়েছে। একই সময়ে ১৩টি কোম্পানির ক্যাশ ফ্লো কমেছে। বাকি ৪টি কোম্পানি জুলাই-সেপ্টেম্বর’২৩ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
যেসব কোম্পানির ক্যাশ ফ্লো বেড়েছে, সেগুলো হলো- বারাকা পাওয়ার, সিভিও পেট্রো কেমিক্যাল, খুলনা পাওয়ার, এমজেএল বাংলাদেশ, শাহজিবাজার পাওয়ার এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন ও জেলা লিমিটেড কোম্পানি।
তিতাস গ্যাস: কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্যাশ ফ্লো বেড়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও জেলা লিমিটেড কোম্পানির। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৬ টাকা ৭১ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ১ টাকা ৫০ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ৫ টাকা ২১ পয়সা।
বারাকা পাওয়ার: প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ৭০ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৪ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ১৮৪ টাকা ৪২ পয়সা।
সিভিও পেট্রো কেমিক্যাল: প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৩ টাকা ৫৭ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ১ টাকা ৬৯ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ১ টাকা ৮৮ পয়সা।
খুলনা পাওয়ার: প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১৩ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ১ টাকা ৮১ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লোর অগ্রগতি হয়েছে ১ টাকা ৯৪ পয়সা।
এমজেএল বাংলাদেশ: প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২ টাকা ৬৫ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ১ টাকা ০৯ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ৩ টাকা ৭৪ পয়সা।
শাহজিবাজার পাওয়ার: প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ৮০ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ০১ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ১ টাকা ৭৯ পয়সা।
বিজনেস আওয়ার/এএইচএ