বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিট হোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
৩১ ডিসেম্বর, ২০ ২৩ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিট হোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটে ১ টাকা লভ্যাংশ পাওয়া যাবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ ফেব্রুয়ারি।
২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটপ্রতি মুনাফা (ইপিএস) ০.৪২ টাকা। গত হিসাব বছরের একই সময়ে মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটপ্রতি মুনাফা ছিল ০.০৮ টাকা।
২০২৩ সালের ৩১ ডিসেম্বর ফান্ডটির বাজার দরে ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১৩.৫৭ টাকা।
বিজনেস আওয়ার/এএইচএ