ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

এবার সৈনিক চরিত্রে চিত্রনায়ক বাপ্পী

  • পোস্ট হয়েছে : ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
  • 28

বিনোদন ডেস্ক: এরই মধ্যে ৩০টির বেশি সিনেমায় কাজ করেছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী। অভিনয় জীবনের শুরু থেকে সৈনিক চরিত্রে অভিনয় করার আগ্রহ ছিল নায়কের। কিন্তু এমন কোনো চরিত্র পাননি। এবার ‘৫৭০’ শিরোনামের একটি চলচ্চিত্রে সৈনিকের চরিত্রে অভিনয় করছেন তিনি।

জানা গেছে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুকে হত্যা-পরবর্তী ৩৬ ঘণ্টার ঘটনা নিয়ে নির্মাণ হচ্ছে চলচ্চিত্র ‘৫৭০’। ছবিতে বঙ্গবন্ধুর মরদেহ বহন করে নিয়ে যাওয়া একজন সৈনিক চরিত্রে দেখা যাবে নায়ক বাপ্পী চৌধুরীকে।

এ প্রসঙ্গে বাপ্পী চৌধুরী বলেন, এ ছবির নায়ক বঙ্গবন্ধু। সামান্য এক সৈনিকের ভূমিকায় অভিনয় করেছি। আমি শিল্পী হিসেবে অনেক ভাগ্যবান। কারণ, এমন একটি চরিত্রে অভিনয় করতে পারছি, যে ছবিটি হাজার বছর বেঁচে থাকবে।

বাপ্পী ছাড়াও ছবিটিতে অভিনয় করছেন মাসুম আজিজ, স্বাধীন খসরু, সুমনা সোমা, কাজী রাজু, এলিনা শাম্মীসহ তিন শতাধিক শিল্পী। ১৯৯৬ সালে দায়েরকৃত বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষ্য ও গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে সিনেমাটির চিত্রনাট্য করা হচ্ছে। ছবিটি নির্মাণ করছেন আশরাফ শিশির।

বিজনেস আওয়ার/১২ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এবার সৈনিক চরিত্রে চিত্রনায়ক বাপ্পী

পোস্ট হয়েছে : ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০

বিনোদন ডেস্ক: এরই মধ্যে ৩০টির বেশি সিনেমায় কাজ করেছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী। অভিনয় জীবনের শুরু থেকে সৈনিক চরিত্রে অভিনয় করার আগ্রহ ছিল নায়কের। কিন্তু এমন কোনো চরিত্র পাননি। এবার ‘৫৭০’ শিরোনামের একটি চলচ্চিত্রে সৈনিকের চরিত্রে অভিনয় করছেন তিনি।

জানা গেছে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুকে হত্যা-পরবর্তী ৩৬ ঘণ্টার ঘটনা নিয়ে নির্মাণ হচ্ছে চলচ্চিত্র ‘৫৭০’। ছবিতে বঙ্গবন্ধুর মরদেহ বহন করে নিয়ে যাওয়া একজন সৈনিক চরিত্রে দেখা যাবে নায়ক বাপ্পী চৌধুরীকে।

এ প্রসঙ্গে বাপ্পী চৌধুরী বলেন, এ ছবির নায়ক বঙ্গবন্ধু। সামান্য এক সৈনিকের ভূমিকায় অভিনয় করেছি। আমি শিল্পী হিসেবে অনেক ভাগ্যবান। কারণ, এমন একটি চরিত্রে অভিনয় করতে পারছি, যে ছবিটি হাজার বছর বেঁচে থাকবে।

বাপ্পী ছাড়াও ছবিটিতে অভিনয় করছেন মাসুম আজিজ, স্বাধীন খসরু, সুমনা সোমা, কাজী রাজু, এলিনা শাম্মীসহ তিন শতাধিক শিল্পী। ১৯৯৬ সালে দায়েরকৃত বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষ্য ও গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে সিনেমাটির চিত্রনাট্য করা হচ্ছে। ছবিটি নির্মাণ করছেন আশরাফ শিশির।

বিজনেস আওয়ার/১২ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: