বিনোদন ডেস্ক: সুদীপ্ত সেন পরিচালিত ও বিপুল শা প্রযোজিত ‘দ্য কেরালা স্টোরি’ ছবি ঘিরে বিতর্কের ঝড় উঠেছিল সর্বত্র। কেউ ছবিটিকে সমর্থন করেছেন, কেউ আবার ছবির বিপক্ষে সরব হয়েছেন। কখনও রাজনৈতিক ভাবে, তো কখনও আবার চর্চায় উঠে এসেছে ছবিতে সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেওয়ার প্রসঙ্গ।
২০২৩ সালের ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘দ্য কেরালা স্টোরি’। ছবিতে আদাহ শর্মার অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে অভিনেত্রী জানিয়েছেন ওটিটিতে ‘দ্য কেরালা স্টোরি’ মুক্তির তারিখ । অভিনেত্রী জানিয়েছেন, জি ফাইভে আসছে ছবিটি। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে জি ফাইভে দেখা যাবে দ্য কেরালা স্টোরি। ওটিটিতে ছবির মুক্তি প্রসঙ্গে পরিচালক সুদীপ্ত সেন জানিয়েছেন, এমন একটি সংবেদনশীল বিষয়কে ঘিরে ছবি তৈরি করা খুব একটা সহজ কাজ নয়। আমরা নিজে থেকেই এই চ্যালেঞ্জ নিয়েছি বলা চলে। যদিও প্রত্যেক ছবি নির্মাতাই নিজের কাজের বিষয়ে একটা আশ্বাস চায়, একটা নিশ্চয়তা চায় আর দ্য কেরালা স্টোরির বক্স অফিস সেই নিশ্চয়তা আমাকে দিয়েছে।
প্রসঙ্গত, বাম শাসিত কেরালায় হিন্দু-খ্রিস্টান মহিলাদের জোর করে আইসিসি-য়ে যোগদানে বাধ্য করার ওপর বাস্তব কাহিনি নিয়ে সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, পদ্মশিবিরের নেতা-কর্মীদের থেকে প্রশংসা পেয়েছিল। রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি খারাপ হতে পারে বলে ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কেরল ও পশ্চিমবঙ্গ সরকার।
বিজনেস আওয়ার/বিএইচ