ঢাকা , সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

খেলার মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভারতীয় ক্রিকেটার

  • পোস্ট হয়েছে : ০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
  • 181

স্পোর্টস ডেস্ক : খেলার মাঠে মৃত্যুর ঘটনা নতুন নয়। ক্রিকেট এবং ফুটবল মাঠে এমন ঘটনা অনেক দেখা গেছে। এবার খেলা শেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভারতীয় ক্রিকেটার ওয়াইসি হোইসালা। ম্যাচ শেষ হওয়ার পরপর মাঠেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

ভারতের ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের হয়ে খেলতেন হোইসালা। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেঙ্গালুরুতে এক টু্র্নামেন্ট চলাকালীন ঘটেছে এই ঘটনা। এইজিস সাউথ জোন টু্র্নামেন্টে ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার কর্ণাটকের হয়ে খেলতে নেমেছিলেন। তাদের প্রতিপক্ষ ছিল তামিলনাড়ু।

চলাকালীন ম্যাচ শেষে যখন দুই দলের ক্রিকেটাররা সাজঘরে ফিরে যাচ্ছিলেন, সেই সময় মাঠেই জ্ঞান হারান হোইসালা। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে ছুটে আসেন দলের ফিজিও। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নিয়েও অবশ্য কোনো লাভ হয়নি। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বেঙ্গালুরুর বাউরিং হাসপাতালের ডাক্তাররা ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, অনূর্ধ্ব-২৫ পর্যায় থেকেই কর্ণাটকের হয়ে খেলেতেন হোইসালা। কখনো জাতীয় দলের খেলার সুযোগ না হলেও কর্ণাটক প্রিমিয়ার লিগে নিয়মিতই খেলতেন এই ফাস্ট বোলার।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

খেলার মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভারতীয় ক্রিকেটার

পোস্ট হয়েছে : ০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক : খেলার মাঠে মৃত্যুর ঘটনা নতুন নয়। ক্রিকেট এবং ফুটবল মাঠে এমন ঘটনা অনেক দেখা গেছে। এবার খেলা শেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভারতীয় ক্রিকেটার ওয়াইসি হোইসালা। ম্যাচ শেষ হওয়ার পরপর মাঠেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

ভারতের ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের হয়ে খেলতেন হোইসালা। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেঙ্গালুরুতে এক টু্র্নামেন্ট চলাকালীন ঘটেছে এই ঘটনা। এইজিস সাউথ জোন টু্র্নামেন্টে ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার কর্ণাটকের হয়ে খেলতে নেমেছিলেন। তাদের প্রতিপক্ষ ছিল তামিলনাড়ু।

চলাকালীন ম্যাচ শেষে যখন দুই দলের ক্রিকেটাররা সাজঘরে ফিরে যাচ্ছিলেন, সেই সময় মাঠেই জ্ঞান হারান হোইসালা। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে ছুটে আসেন দলের ফিজিও। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নিয়েও অবশ্য কোনো লাভ হয়নি। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বেঙ্গালুরুর বাউরিং হাসপাতালের ডাক্তাররা ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, অনূর্ধ্ব-২৫ পর্যায় থেকেই কর্ণাটকের হয়ে খেলেতেন হোইসালা। কখনো জাতীয় দলের খেলার সুযোগ না হলেও কর্ণাটক প্রিমিয়ার লিগে নিয়মিতই খেলতেন এই ফাস্ট বোলার।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: