বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা পরিচালক ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছেন।
বুধবার (১৩ মার্চ) ঢাকা স্টক একেচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের হাতে থাকা কোম্পানিটির ১ কোটি ৭০ লাখ ইউনিটের মধ্যে ১০ লাখ ইউনিট বিক্রি করবে প্রতিষ্ঠানটি। আগামী ৩০ এপ্রিলের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে আলোচ্য ইউনিট বিক্রি সম্পন্ন করবে এই উদ্যোক্তা।
২০১০ সালে ডিএসইতে তালিকাভুক্ত হওয়া ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মোট ইউনিটের ৩২ দশমিক ৮২ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে।
বিজনেস আওয়ার/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: