বিনোদন ডেস্ক: প্রায় ৬ মাস পর শুক্রবার (১৬ অক্টোবর) থেকে দেশের সব প্রেক্ষাগৃহ খুলে দেওয়া হচ্ছে। প্রেক্ষাগৃহে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।
বুধবার (১৪ অক্টোবর) করোনা ভাইরাস পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে প্রেক্ষাগৃহের আসন সংখ্যা কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে এ অনুমতি দিয়ে একটি পত্র জারি করেছে তথ্য মন্ত্রণালয়।
এর আগে চলচ্চিত্র অঙ্গণের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছিলেন।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে অন্যসব বিনোদন কেন্দ্রের মতো দেশের সব সিনেমা হলও ১৮ মার্চ থেকে বন্ধ রাখা হয়।
বিজনেস আওয়ার/১৪ অক্টোবর, ২০২০/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: